কলকাতা: আমফান ঘূর্ণিঝড়ের পর বাংলায় ব্যাপক দুর্নীতি করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। একাধিকবার এই অভিযোগ তুলেছে ভারতীয় জনতা পার্টি শিবির। এমনকি তৃণমূল কংগ্রেসকে ‘চাল চোর’ বলতেও পিছুপা হয়নি তারা। এবার কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র আশঙ্কা, চালের মত পশ্চিমবাংলায় করোনাভাইরাস টিকাও চুরি হয়ে যেতে পারে! এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সজাগ থাকারও পরামর্শ দিয়েছেন তিনি। অবশ্যই বোঝা যাচ্ছে, রাজ্য সরকারকে করোনাভাইরাস টিকা প্রসঙ্গেও ব্যাপক কটাক্ষ করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।
বাবুলের কথায়, বাংলায় এর আগে যেভাবে চাল চুরি হয়েছে তাতে তার আশঙ্কা যে এবার করোনাভাইরাস ভ্যাকসিনও চুরি হয়ে যেতে পারে। তাই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সতর্ক এবং সজাগ থাকতে অনুরোধ জানান। বাবুলের এই মন্তব্যে স্পষ্ট, তিনি করোনাভাইরাস ভ্যাকসিন ইস্যুতেও রাজ্য সরকার তথা চৈর্মন কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েননি। এদিকে আরো একটি বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকারকে এক হাত নিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রীর ঘোষণা করেছিলেন বাংলায় বিনামূল্যে করোনা ভ্যাকসিন প্রদান করা হবে। সেই প্রসঙ্গেই বাবুল এ দিন জানান, কেন্দ্রীয় সরকার প্রথমেই ঘোষণা করে দিয়েছে সব রাজ্যকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে বিনামূল্যে ভ্যাকসিন দিচ্ছেন এই কথা বলতে পারেন, প্রশ্ন তোলেন বাবুল। তিনি আরো বলেন, ভ্যাকসিন প্রদান প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বাজে কথা বলছেন। কেন্দ্রীয় সরকারের কাজকে নিজের বলে দেখাতে চাইছেন।
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেন, রাজ্যের প্রতিটি মানুষ সরকারের তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে করোনাভাইরাস টিকা পাবেন। এক্ষেত্রে রাজ্যের পুলিশ কর্মীদের মোবাইলে মেসেজ পাঠানো হয়েছে ইতিমধ্যেই এবং রাজ্যের প্রত্যেক জেলার স্বাস্থ্য অধিকর্তার কাছে মুখ্যমন্ত্রীর লেখা চিঠি পৌঁছে গিয়েছে বলে জানা গিয়েছে। এই ঘোষণার প্রেক্ষিতে বিজেপি একহাত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। কারণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংবাদিক বৈঠকে নিজেই ঘোষণা করেছেন যে, প্রাথমিক পর্যায়ে ৩ কটি করোনাভাইরাস টিকার খরচ রাজ্য সরকার গুলিকে বহন করতে হবে না, সব খরচ বহন করবে কেন্দ্রীয় সরকার।