কলকাতা: ভারতীয় জনতা পার্টির বিরোধিতায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারে এসেছেন সমাজবাদী পার্টির নেত্রী তথা স্বনামধন্য অভিনেত্রী জয়া বচ্চন। গতকাল সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন তিনি এবং একই সঙ্গে বিজেপিকে একহাত নেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর জন্য বাংলায় আসা জয়া বচ্চনের প্রতি কৃতজ্ঞতা জানালেন টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়! আসলে তিনি যা আশা করেছিলেন, সেটাই নাকি হয়েছে। সেই কারণেই এই কৃতজ্ঞতা প্রকাশ।
আসলে বাবুল সুপ্রিয় দাবি করেছিলেন যে কলকাতায় তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারে আসলেও তাঁর বিরুদ্ধে কিছু বলবেন না জয়া বচ্চন। কারণ বচ্চন পরিবারের সঙ্গে তাঁর যথেষ্ট ভাল সম্পর্ক। বাবুল ধারণা করেছিলেন যে, বিজেপি সম্পর্কে মন্তব্য করলেও জয়া বচ্চন তাঁর সম্পর্কে কোনো রকম মন্তব্য করবেন না। ঘটনাচক্রে তৃণমূল ভবন থেকে যে সাংবাদিক বৈঠক করেছিলেন জয়া, সেখানে তিনি কালীগঞ্জের মিছিল এবং কালীগঞ্জের প্রার্থী সম্পর্কে কোনো মন্তব্য করেননি। সেই প্রেক্ষিতেই নিজের ‘জয়া দিদি’কে কৃতজ্ঞতা জানিয়েছেন বাবুল সুপ্রিয়। যদিও তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, টালিগঞ্জের কলাকুশলীদের সঙ্গে তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ বিশ্বাস এবং তাঁর ভাই স্বরূপ যে আচরণ করেন, সেটা যদি জয়া বচ্চন জানতেন তাহলে কখনই তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারে আসতেন না।
প্রসঙ্গত, গতকাল সাংবাদিক বৈঠক করে জয়া বচ্চন বলেছেন, “আমার ধর্ম কেড়ে নিও না, আমার গণতন্ত্র এবং গণতান্ত্রিক অধিকার কেড়ে নিও না। কখনো না।” তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় একা একজন মহিলা হিসেবে সবার অধিকারের জন্য লড়াই করছেন। সেই কারণেই তিনি বাংলায় এসেছেন তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করতে। তিনি আরো বলছেন, যখন তিনি ‘আমার’ শব্দ উচ্চারণ করছেন তখন তিনি শুধুমাত্র নিজের কথা বলছেন না, প্রত্যেক মানুষের কথা বলছেন। এই অধিকারের জন্য লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, করে চলেছেন অনেকদিন ধরেই। তাই তাঁর জন্য এবং তাঁকে সম্মান জানিয়ে তিনি এখানে এসেছেন বলে জানিয়েছেন সমাজবাদী পার্টির নেত্রী।