জামুড়িয়া: নতুন বছরের প্রথম দিনেই বড়োসড়ো গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তাঁর কনভয় ‘ভেঙে’ ঢুকে যায় একটি গাড়ি। যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বাবুল সুপ্রিয়র প্রধান সেক্রেটারির গাড়ি, তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। বছরের শুরুতেই এই দুর্ঘটনার খবরে চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, আসানসোল থেকে যখন বাবুল সুপ্রিয় কলকাতায় ফিরছিলেন তখন জামুড়িয়া থানার অন্তর্গত সাতগ্রাম ফাটকের কাছে এই গাড়ি দুর্ঘটনা ঘটে। একটি গাড়ি বাবুল সুপ্রিয়র বাড়ির পাশ দিয়ে ঢোকার চেষ্টা করে কিন্তু সেটিকে পাশ কাটিয়ে প্রভাবে বেরিয়ে যায় কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি। কিন্তু বাবুল সুপ্রিয়র গাড়ির ঠিক পেছনেই থাকা তাঁর প্রধান সেক্রেটারি ধর্মেন্দ্র কৌশলের গাড়িতে গিয়ে ধাক্কা মারে সেটি। তারপরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তার গাড়ি, ভেতরে থাকা দুজন দুর্ঘটনায় আহত হয়েছেন। ইতিমধ্যেই এই গাড়িটি এবং গাড়ির চালককে আটক করেছে পুলিশ এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদিও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র কোনরকম আঘাত লাগেনি বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর তাঁরা অন্য গাড়ি নিয়ে কলকাতায় ফেরেন। যদিও প্রত্যক্ষদর্শীদের মতে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র গাড়ির সঙ্গে ধাক্কা লাগলে বড় দুর্ঘটনা হতেই পারত। ফলে বোঝাই যাচ্ছে অল্পের জন্য প্রাণে বেঁচেছেন তিনি।
জানা গিয়েছে, এদিন বাবুল সুপ্রিয় সঙ্গে তার গাড়িতে ছিলেন তাঁর স্ত্রী মেয়ে এবং আত্মীয়রা। যে গাড়ি তাঁর সেক্রেটারি গাড়িকে ধাক্কা মেরেছে তার চালক মদ্যপ অবস্থায় ছিল বলে জানা গিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে আরো কিছু তথ্য জানার চেষ্টা রয়েছে পুলিশের। এই ঘটনা সম্পর্কে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় জানিয়েছেন, অল্পের জন্য তিনি প্রাণে রক্ষা পেয়েছেন। তবে আজ তিনি বুঝতে পেরেছেন জাতীয় সড়কের ওপর গাড়ির গতি আটকাতে ব্যবহার করা গার্ড রেল কতটা বিপজ্জনক। উল্লেখ্য, এর আগে, ২০১৬ সালের মে মাসে দিল্লিতে দুর্ঘটনার কবলে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী। বিমানবন্দরে যাওয়ার পথে বাইক-দুর্ঘটনায় আহত হয়েছিলেন বাবুল সুপ্রিয়।