সপরিবারে করোনা আক্রান্ত বাবুল সুপ্রিয়, টুইটে জানালেন প্রাক্তন সাংসদ

সপরিবারে করোনা আক্রান্ত বাবুল সুপ্রিয়, টুইটে জানালেন প্রাক্তন সাংসদ

 

কলকাতা: ফের করোনা আক্রান্ত প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। সপরিবার করোনায় আক্রান্ত হলেন হয়েছেন তিনি। এমনকী তাঁর কর্মচারীরাও আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার টুইট করে নিজেই এ কথা জানিয়েছেন তৃণমূল নেতা।  পাশপাশি, বর্তমানে করোনা চিকিৎসায় যে ককটেল থেরাপি প্রয়োগ করা হচ্ছে, তার খরচ কমানোর জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন তিনি। 

আরও পড়ুন- নববর্ষের শীতলতম দিন আজ! ভিলেন হয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা

বাবুলের পাশাপাশি করোনা আক্রান্ত হয়েছেন বাবুলের বাবা সুনীলচন্দ্র বড়াল এবং স্ত্রী রচনা। প্রসঙ্গত, এই নিয়ে তৃতীয়বার করোনা আক্রান্ত হলেন বাবুল সুপ্রিয়৷ অন্যদিকে দ্বিতীয়বার করোনা আক্রান্ত হলেন তাঁর বাবা এবং স্ত্রী৷ বাবুলের বাবার বয়স ৮৪ বছর৷ বয়সজনিত কারণে বাবাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী৷ 

২০২০-র ডিসেম্বরে প্রথমবার করোনা আক্রান্ত হয়ে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাবুলের বাবা এবং মা সুমিত্রা বড়াল৷ তবে করোনার হাত থেকে রক্ষা পাননি তাঁ মা৷ ৯ ডিসেম্বর মারা যান বাবুলের মা। এদিন টুইট করে বাবুল লিখেছেন, ‘আমি তৃতীয় বার করোনায় আক্রান্ত হলাম। মাকে হারিয়েছি। সেই সময় বাবাকে কোনও ভাবে বাঁচিয়ে এনেছি। আমি গত বছরের এপ্রিলেও আক্রান্ত হয়েছিলাম।’ 

এদিকে তৃতীয়বার করোনা পজিটিভ হওয়ার পরেই ককটেল থেরাপি নিয়ে সরব হন বাবুল সুপ্রিয়। টুইট করে কেন্দ্রের কাছে এই চিকিৎসা পদ্ধতির খরচ কমানোর আবেদনও জনান। অশিতীপর বাবার কথা উল্লেখ করে তিনি লেখেন, ‘‘বাবার জন্য ককটেল  থেরাপি খুবই প্রয়োজনীয়। কিন্তু কোথায় মিলবে তা?’’ তাঁর আবেদন, নিদেন পক্ষে সমস্ত সরকারি হাসপাতালে জরুরি ভিত্তিতে ককটেল থেরাপি চালু করা হোক। যাতে কোমর্বিডিটি রয়েছে এমন রোগীরা যাতে  চিকিৎসার সুবিধা পান৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 13 =