ফের করোনার কবলে বাবুল, এই নিয়ে দ্বিতীয়বার, আক্রান্ত স্ত্রীও

ফের করোনার কবলে বাবুল, এই নিয়ে দ্বিতীয়বার, আক্রান্ত স্ত্রীও

কলকাতা: আবার কোনও এক রাজনৈতিক ব্যক্তিত্ব আক্রান্ত হলেন করোনা ভাইরাসে। এই নিয়ে দ্বিতীয় বারের জন্য করোনা আক্রান্ত হলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। আক্রান্ত হয়েছেন তাঁর স্ত্রী রচনাও। নিজেই টুইট করে এ কথা জানিয়েছেন বাবুল। তিনি বলেন, ‘আমি ও আমার স্ত্রী দু’জনেই করোনা আক্রান্ত হয়েছি। আমি দ্বিতীয় বারের জন্য। দুঃখের বিষয় আসানসোলে এ বার আমি ভোট দিতে পারব না। কিন্তু ২৬ তারিখের ভোটে আমাকে রাস্তায় প্রয়োজন ছিল। কারণ, তৃণমূলের দুষ্কৃতীরা ইতিমধ্যেই সেখানে অশান্তি করার চেষ্টা করছে’।

গত বছর অগস্ট মাসে কেন্দ্রীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনা আক্রান্ত হয়েছিলেন। তার আগেই শাহের সঙ্গে বৈঠক করেছিলেন বাবুল। তখন তিনি আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টিনে ছিলেন। পরবর্তী ক্ষেত্রে ডিসেম্বর মাসে বাবুলের বাবা সুনীলচন্দ্র বড়াল ও মা সুমিত্রা বড়াল করোনা আক্রান্ত হয়েছিলেন। বাবার রিপোর্ট নেগেটিভ আসায় বাড়ি ফেরেন। কিন্তু তাঁর মা সুমিত্রার মৃত্যু হয়। এবার একবার ফের করোনা সংক্রমিত হলেন বাবুল সুপ্রিয়। এদিকে, আজ  রাজনৈতিক নেতাদের মধ্যেও একাধিকজন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন বিগত কয়েকদিনে। এর পাশাপাশি একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যু হয়েছে করোনায়। আজ প্রয়াত হয়েছেন খড়দহের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল সিনহা। ২২ এপ্রিল করোনা ভাইরাস আক্রান্ত হয়েছিলেন তিনি এবং পরবর্তী ক্ষেত্রে ভর্তি ছিলেন বেলেঘাটা আইডি হাসপাতালে। আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৪, ২৮১ জন। যার মধ্যে শহর কলকাতায় একদিকে আক্রান্ত ২,৯৭০ জন। সংক্রমণের নিরিখে আগের মতই দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে ২,৮২১ জনের শরীরে করোনা ভাইরাসের হদিশ মিলেছে। দক্ষিণ ২৪ পরগনা একদিনে সংক্রমিতের সংখ্যা ৮২২। হাওড়া ও হুগলিতে একদিনে আক্রান্ত হয়েছেন যথাক্রমে ৭৯৭ ও ৬২৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + three =