আয়ুষ্মান যোজনায় চিকিৎসা থেকে বঞ্চিত মহিলার মৃত্যু! অগত্যা শোকজ

আয়ুষ্মান যোজনায় চিকিৎসা থেকে বঞ্চিত মহিলার মৃত্যু! অগত্যা শোকজ

 
ভোপাল: সরকারি তরফে আশ্বাস সত্ত্বেও আয়ুষ্মান যোজনায় চিকিৎসা থেকে করোনা আক্রান্ত মহিলাকে বঞ্চিত করার অভিযোগ উঠল হাসপাতালের বিরুদ্ধে। তাঁর মৃত্যুর খবর পাওয়া মাত্রই মধ্যপ্রদেশের চিরায়ু হাসপাতাল কর্তৃপক্ষকে শোকজ করা হয়েছে।

গত ১৯ এপ্রিল অসুস্থ অবস্থায় রুক্মিণী বালওয়ানি নামে ওই মহিলা চিরায়ু হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা করে জানা যায় তিনি করোনা আক্রান্ত। ওই মহিলা এবং তাঁর পরিবার আয়ুষ্মান যোজনার মাধ্যমেই চিকিৎসা করাতে চান। ওই প্রকল্পের সুবিধা নিতে চাওয়ামাত্রই হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে বলে অভিযোগ। সেখানে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না বলেই স্পষ্ট জানিয়ে দেন হাসপাতালের প্রধান ডা. অজয় গোয়েঙ্কা। এসবের মধ্যেই করোনা আক্রান্ত ওই মহিলার মৃত্যু হয়। আর তারপরই একটি ভিডিওয় তাঁর ক্ষোভের কথা রেকর্ড করে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন মৃতার ছেলে। যা ভাইরালও হয়ে যায়। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ মৃতার ছেলের অভিযোগ অস্বীকার করেছে৷

তাদের দাবি, গত ৭ মে শিবরাজ সিং চৌহান আয়ুষ্মান যোজনার মাধ্যমে বিনামূল্যে চিকিৎসার কথা ঘোষণা করেন। তার আগেই ১৯ এপ্রিল ওই মহিলা হাসপাতালে ভর্তি হন। তাই তাঁকে পরিষেবা তাঁকে সেই পরিষেবা দেওয়া হয়নি। যদিও মধ্যপ্রদেশের আয়ুষ্মান ভারত ওয়েবসাইটে উল্লেখ উল্লেখ রয়েছে গত ২৪ মার্চ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান আয়ুষ্মান যোজনার মাধ্যমে বিনামূল্যে চিকিৎসার কথা ঘোষণা করেছিলেন। আর সেই তালিকায় রয়েছে চিরায়ু হাসপাতালের নামও। ফলে প্রশ্ন উঠছে, কেন পরিষেবা পেলেন না ওই মহিলা। এই ঘটনার পরই চিরায়ু হাসপাতালকে শোকজ করে আগামী তিনদিনের মধ্যে ঘটনা সম্পর্কিত যাবতীয় রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। শোকজের যথোপযুক্ত জবাব নি পেলে হাসপাতালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

উল্লেখ্য, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছিলেন, আয়ুষ্মান যোজনার মাধ্যমে বিনামূল্যে বেসরকারি হাসপাতালেও করোনা আক্রান্তরা চিকিৎসা করাতে পারেন। এই প্রকল্পের মাধ্যমে রেমডেসিভির এবং অক্সিজেন বিনামূল্যে পাওয়া সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *