বসিরহাট: করোনা আতঙ্কের ছায়া এবার ভারত-বাংলাদেশ সীমান্তে। বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের বরুনহাট সীমান্তে ছাত্র-ছাত্রী, গ্রামবাসীদের মাক্স দিলেন সীমান্তরক্ষী বাহিনী সেনারা। এর আগে বিমানবন্দর, স্বাস্থ্য দফতর, হাসপাতাল, স্কুল-কলেজে করোনা আতঙ্ক দেখা গিয়েছিল। এবার করোনা আতঙ্ক দেখা গেল ভারত-বাংলা সেনাবাহিনীর মুখে।
রবিবার সকাল থেকে ৮৫ নম্বর ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার হরমেষ লালের নেতৃত্বে বরুনহাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কালাম মন্ডল সহ বিশিষ্টজনরা গ্রামবাসীদের হাতে মাক্স তুলে দিলেন। সীমান্ত সুরক্ষায় ইতিমধ্যে বসিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্ট ও ঘোজাডাঙ্গা সীমান্তে বাংলাদেশ থেকে যেসব পর্যটকরা আসছে তাদেরকে মাক্স বিলি করা হয়।
পাশাপাশি সীমান্তে সচেতনতার জন্য স্কুল, কলেজ ও সাধারণ মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে আরও বেশী সচেতনতার বার্তা দিচ্ছে বিএসএফ জওয়ানরা। সব মিলিয়ে এবার করোনা আতঙ্ক দেশের সুরক্ষা বাহিনীতে যে প্রভাব ফেলেছে তা বলাই যায়। সবমিলিয়ে গোটা বিশ্বের সাথে ভারতেও যে করোনা আতঙ্ক থাবা বসিয়েছে তার প্রমাণ পাওয়া গেল।
চিনে করোনা ভাইরাসের মৃত্যু মিছিল অব্যাহত। রবিবার নতুন করে মারণ এই ব্যাধিতে ২৭ জনের মৃত্যু হয়েছে। ফলে সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০৯৭। নতুন করে আরও ৪৪ জন এই মারণ ব্যাধিতে আক্রান্ত হয়েছে। চিনের স্বাস্থ্য কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, শনিবার করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৬৬১ জন। করোনা সন্দেহে ২৩০৭৪ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ভারতে ধীরে ধীরে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে৷ রবিবার কেরলে একই পরিবারের পাঁচ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে৷ অন্যদিকে, শুক্রবার অমৃতসরের দুই জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে৷ সবাই সম্প্রতি ইতালি থেকে এসেছেন বলে জানা গিয়েছে৷ অন্য দিকে, জম্মুতে একজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে৷ করোনা আতঙ্কে জম্মু ও কাশ্মীরের দু’টি জেলাতে সমস্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷