কলকাতা: আর ব্যাগপত্র নিয়ে ভিক্টোরিয়ায় প্রবেশ করতে পারবেন না সাধারণ মানুষ। ব্যাগ নিয়ে গেলে তা এবার বাইরেই রেখে দিতে হবে। তার জন্য তৈরি করা হচ্ছে ক্লোক রুম।
ভিক্টোরিয়ার প্রবেশ গেটে টিকিট টাকার ঘরের পাশেই এটি তৈরি করা হচ্ছে। যে যা ব্যাগ নিয়ে আসবেন, তা সেখানে জমা দিতে হবে। ব্যাগ জমা দেওয়ার বিনিময়ে টোকেন দেওয়া হবে। আবার বেরনোর সময় সেই টোকেন জমা দিলে ব্যাগ ফেরত দেওয়া হবে।
ভিক্টোরিয়ায় প্রবেশ দু’টি প্রবেশ গেটে, একটি উত্তর এবং অপরটি দক্ষিণ গেটে এই ক্লোক রুম করা হচ্ছে। সেখানে ব্যাগ রেখেই এবার দর্শকদের ঢুকতে হবে। বর্তমানে সন্ধ্যায় ঢোকার জন্য একটি অস্থায়ী ভাবে এমন ঘর তৈরি করা হয়েছে। তবে আগামী দিনে তা স্থায়ী হয়ে যাবে। শনিবার ড্রোন ওড়ানো নিয়ে ধরা পড়েছে এক চিনা নাগরিক। সেই সব থেকে সুরক্ষিত থাকতেই কি এমন পদক্ষেপ? কর্তৃপক্ষের অবশ্য দাবি, এর সঙ্গে ওই ঘটনার কোনও সম্পর্কই নেই। এটা পূর্ব পরিকল্পিত।