১৬ অগাস্ট খেলা দিবস কেন, শুভেন্দুর পাশে দাঁড়িয়ে প্রশ্ন রাজ্যপালেরও

১৬ অগাস্ট খেলা দিবস কেন, শুভেন্দুর পাশে দাঁড়িয়ে প্রশ্ন রাজ্যপালেরও

 

কলকাতা: ১৯৪৬ সালের ১৬ অগাস্ট ইতিহাসের পাতায় কালা দিবস হিসেবে চিহ্নিত৷ ওই দিন সাম্প্রদায়িক দাঙ্গায় রক্ত ঝরেছিল পরাধীন ভারতের বাংলায়৷ কলকাতায় নিহত হয়েছিলেন বেশ কয়েকজন৷ ভয়াবহ সেই স্মৃতিকে উস্কে দেওয়ার চেষ্টা কেন? মঙ্গলবার সনাতন ধর্মের প্রচারকদের সঙ্গে করে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করে লাখ টাকার এই প্রশ্নটাই তুলেছেন শুভেন্দু অধিকারী৷

প্রসঙ্গত, তৃতীয় বার মসনদে বসার পরই ১৬ অগাস্টকে খেলা দিবস হিসেবে চিহ্নিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিজেপি নেতা হিসেবে আগেই মুখ্যমন্ত্রীর ওই ঘোষণার প্রতিবাদ জানিয়েছিলেন শুভেন্দু৷ তবে এদিন তিনি রাজ্যপালের কাছে এই দাবি নিয়ে গিয়েছিলেন একজন সনাতনী হিন্দু হিসেবে৷

দুপুরে রাজ্যপালের টুইট থেকে তা স্পষ্ট হয়েছে৷ রাজভবন সূত্রের খবর, জগন্নাথ ধাম মেচেদা মন্দির কমিটির চেয়ারম্যান প্রতিনিধি হিসেবে এদিন আরও কয়েকজন সনাতন প্রতিনিধিকে সঙ্গে নিয়ে রাজ্যপালের কাছে গিয়েছিলেন শুভেন্দু৷ পরে টুইটে সেই প্রসঙ্গ উল্লেখ করে রাজ্যপাল লিখেছেন, ‘‘সনাতন সংগঠনের প্রতিনিধিরা জানিয়েছেন, খেলা দিবস পালন নিয়ে তাঁদের কোনও আপত্তি নেই?৷ কিন্তু একটি কালা দিনকে বেছে নেওয়ার বিষয়টি তাঁরা মানতে চাননি৷ আমিও বলতে চাই, খেলা দিবস হিসেবে অন্য দিন বেছে নিক রাজ্য৷’’

ইতিমধ্যেই সনাতন ধর্মের প্রতিনিধিরা এদিন রাজ্যপালকে জানিয়ে এসেছেন, সাম্প্রদায়িক দাঙ্গায় বেশ কিছু মানুষের মৃত্যুর ঘটনায় তাঁরা ওই দিনটিকে কালা দিবস হিসেবে পালন করতে চান৷ প্রসঙ্গত, শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের পরই রাজ্যপালের দিল্লি সফর ঘিরে স্বভাবতই জল্পনা তুঙ্গে৷ তবে কি খেলা দিবস পরিবর্তন হতে চলেছে? সময়েই মিলবে সদুত্তর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 6 =