কলকাতা: আলিয়ার ছায়া এবার যাদবপুরে৷ ভাইরাল ছাত্রনেতার অডিয়ো ক্লিপ৷ যেখানে তাঁকে স্পষ্ট বলতে শোনা যায়, ‘কোন টিচারের কলার ধরতে হবে, আমাকে বলুন।’ যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি আজবিকেল.কম৷
আরও পড়ুন- বিজিপ্রেস বিল্ডিং ভাঙা নিয়ে হলফনামা তলব হাইকোর্টের, ডেডলাইন পেল রাজ্য
অভিযুক্ত ছাত্রনেতা সঞ্জীব প্রামাণিক তৃণমূল ছাত্র পরিষদের নেতা৷ এই অডিয়ো ভাইরাল হওয়ার পরেই তাঁর যুক্তি, এই কথার আগে বা পরে কী বলেছি, সবটা বিচার করতে হবে৷ অর্থাৎ প্রকারান্তরে তিনি স্বীকার করে নিয়েছেন, এই বক্তব্য তাঁরই৷ ওই অডিয়োতে সঞ্জীবকে আরও বলতে শোনা যায়, ‘‘আমরা ছাগলের তৃতীয় সন্তান হয়ে রয়েছি যাদবপুর ইউনিভর্সিটিতে। কেন..কেন? আমি আজকে দাঁড়িয়ে বলছি কোন টিচারের কলার ধরতে হবে…সঞ্জীব প্রামাণিককে বলো। এত বড় ক্ষমতা রাখে সঞ্জীব প্রামাণিক। আমার হিস্ট্রি, অ্যাক্টিভিটি অনেকে জানো না।”
সঞ্জীব আরও বলেন, ‘আমি কাউকে নিজের ফুটেজ বা আমার বিষয়ে কিছু বলি না। যারা এই মিটিংয়ে প্রেজেন্ট আছ, তারা খুব কম জনই জানে আমার অওকাত সম্পর্কে। আজকে দাঁড়িয়ে জুটার কোন লোকের কলার ধরতে হবে, সঞ্জীব প্রামাণিক ধরে দেবে। কিন্তু বাকি কেউ পারবে না।’
প্রসঙ্গত, দিন কয়েক আগেই আলিয়া কাণ্ডে উত্তাল হয়েছিল গোটা রাজ্য৷ উপাচার্যের ঘরে ঢুকে তাঁকে চড় মারার হুমকি দিয়েছিলেন বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃ তৃণমূলের ছাত্রনেতা গিয়াসুদ্দিন মণ্ডল৷ ভাইরাল হওয়া তাণ্ডবের ভিডিয়োতে উপাচার্ডের উদ্দেশে গিয়াসউদ্দিন বলতে শোনা যায়, ‘টেনে চড় মারব।’ উপাচার্য মহম্মদ আলিকে শাসিয়ে ওই ছাত্রনেতাকে আরও বলতে শোনা যায়, ‘‘ওই গালে দুটো চড়িয়ে দেব। আমার চড়ে প্রচুর লাগে। যে ক’টা তোর ছেলে আছে জিজ্ঞেস করে নিবি।’’ সেই ঘটনার রেশ কাটার আগেই এবার ভাইরাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্রনেতার অডিয়ো৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>