নজরে নির্বাচন: মুর্শিদাবাদে যাচ্ছেন বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক

কলকাতা: জেলাশাসক, এসপির সঙ্গে বৈঠক করতে মুর্শিদাবাদে যাচ্ছেন বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক। ভোটের আগে তিনি সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখবেন। ইতিমধ্যেই বিএসএফের কপ্টারে চেপে মুর্শিদাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। সেখানে জেলাশাসক এবং এসপির সঙ্গে বৈঠক সেরে আগামীকাল সকাল ১০টা নাগাদ কলকাতায় ফিরবেন তিনি। অন্যদিকে তৃতীয় দফা লোকসভা নির্বাচনের আগে আজ সকালে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক

নজরে নির্বাচন: মুর্শিদাবাদে যাচ্ছেন বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক

কলকাতা: জেলাশাসক, এসপির সঙ্গে বৈঠক করতে মুর্শিদাবাদে যাচ্ছেন বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক। ভোটের আগে তিনি সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখবেন। ইতিমধ্যেই বিএসএফের কপ্টারে চেপে মুর্শিদাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।

সেখানে জেলাশাসক এবং এসপির সঙ্গে বৈঠক সেরে আগামীকাল সকাল ১০টা নাগাদ কলকাতায় ফিরবেন তিনি। অন্যদিকে তৃতীয় দফা লোকসভা নির্বাচনের আগে আজ সকালে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করেন অজয়বাবু। নিখোঁজ নোডাল অফিসারের বিষয়টি নিয়ে কথা বলেন নদীয়া জেলার ডিএম সুমিত গুপ্তর সঙ্গে।

বাংলার অবস্থা যেন ১০ বছর আগের পুরানো বিহারের মতো৷ আগে বিহারে যে ভাবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হত, এখন বাংলায় ঠিক একই পরিস্থিতি তৈরি হয়েছে বলে বিস্ফোরক মন্তব্য স্পেশাল অবজার্ভার অজয় ভি নায়েকের৷ আজ, শনিবার বাংলায় ৯২ শতাংশ বুথে বাহিনী নিশ্চিত করা প্রসঙ্গে এই মন্তব্য করেন তিনি৷ নায়েক বলেন, ‘‘এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পরিস্থিতি গণতন্ত্রের পক্ষে শুভ নয়। এত আধা সেনা মোতায়েন করে ভোটগ্রহণ অভিপ্রেত নয়৷’’ অজয় নায়েকের বিস্ফোরক পর্যবেক্ষণ, ১০ বছর আগে বিহারের যে পরিস্থিতি দেখেছিলেন, সেটাই এখন পশ্চিমবঙ্গে। সে কারণেই এত কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে হচ্ছে।

এদিন বাংলার আইন-শৃঙ্খলা নিয়েও প্রশ্ন তোলেন৷ জানান, আগে বিহারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হলেও এখন পরিস্থিতি অনেক পরিবর্তন হয়েছে৷ কিন্তু, বাংলায় উল্টো ছবি বলেও মন্তব্য করেন তিনি৷ বাংলার পরিস্থিতি গণতন্ত্রের জন্য মঙ্গলকর নয় বলেও জানান তিনি৷ একই সঙ্গে রাজ্য প্রশাসনের উপর কেন মানুষ আস্থা রাখতে পারছে না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি৷ বাংলার ৯২ শতাংশ বুথে বাহিনী দিয়ে ভোট করানো রেকর্ড বলেও উল্লেখ করেন ১৯৮৪ ব্যাচের এই অবসরপ্রাপ্ত আইএএস অফিসার তথা বিহারের নির্বাচন দপ্তরের প্রাক্তন মুখ্য নির্বাচন আধিকারিক অজয় ভি নায়েক৷ নির্বাচন কমিশনের নিয়োজিত স্পেশাল অবজার্ভারের এই পর্যবেক্ষণ ঘিরে ফের তপ্ত হতে শুরু করেছে বাংলার রাজনীতি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 8 =