কলকাতা: রাজ্যে ষষ্ঠ দফার ভোটের পরদিন কলকাতায় আসছেন সহকারী নির্বাচন কমিশনার সুদীপ জৈন। ১৩ মে সকালে কলকাতায় আসবেন তিনি। ছয় দফার ভোটে রাজ্যের পূর্ণাঙ্গ রিপোর্ট নেওয়ার পাশাপাশি গণনা নিয়ে জেলাশাসক, রিটার্নিং অফিসার, অতিরিক্ত রিটার্নিং অফিসারদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় রাজ্যে আরও বাড়তে চলেছে কেন্দ্রীয় বাহিনী। আজ নির্বাচন দপ্তর সূত্রে এ কথা জানা গিয়েছে। প্রথমে ঠিক হয়েছিল এই দফায় ৬৮৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হবে। তবে গতকালের বৈঠকের পর তা আরও বাড়িয়ে ৭৪০ কোম্পানি আনা হবে বলে জানানো হয়েছে। পঞ্চম দফার নির্বাচনে রাজ্যে ৫৭৮ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী ছিল।
অন্যদিকে, বিধাননগর কমিশনারেট এলাকার ৫০ শতাংশেরও বেশি বুথ উত্তেজনাপ্রবণ। নির্বাচন কমিশন সূত্রের দাবি, কমিশনারেট এলাকার উত্তেজনাপ্রবণ বুথ নিয়ে পুলিশের পক্ষ থেকে রিপোর্ট আগেই জমা দেওয়া হয়েছে। পরবর্তী পর্যায়ে জেলা প্রশাসনেরও রিপোর্ট জমা দেওয়া হয়েছে।