কলকাতা: শাসক দলের সঙ্গে প্রশাসনের প্রতি ঘনিষ্ঠতা নিয়ে আগেই উঠেছিল প্রশ্ন৷ এবার খোদ শাসকদলের পার্টি অফিসে হাজির জেলার প্রশাসনের দুই শীর্ষ আধিকারিক! তৃণমূলের পার্টি অফিসে অনুব্রত মণ্ডলের বিপরীতে বীরভূমের জেলাশাসক ও পুলিশ সুপারের ছবি ভাইরাল হতেই রাজ্য-রাজনীতিতে শুরু হয়েছে নয়া বিতর্ক৷
বৃহস্পতিবার বিকালে নিজের টুইটার পেজে বীরভূমের জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের একটি ছবি পোস্ট করেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী৷ ছবি পোস্ট করে শাসক নেতার সঙ্গে প্রশাসনের শীর্ষ কর্তাদের ‘পার্টি অফিস বৈঠকে’র বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন তিনি৷ টুইটারে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘বীরভূমের জেলাশাসক ও পুলিশ সুপার শাসকদল তৃণমূলের দলীয় কার্যালয়ে হাজির৷ মেরুদণ্ডটা বিক্রি করে কী পেলেন? চাকরিটা ছারুন ন্যূনতম লজ্জা থাকলে৷’’ এরপর টুইটারে তৃণমূলের অফিশিয়াল টুইটার পেজ ও মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী লেখেন, ‘‘যদি আইএএস ও আটিএস অফিসারদের শাকদলের জেলা নেতাদের সামনে হাজিরা দেওয়া অভ্যস্ত করে ফেলেন, তাহলে প্রশাসন কি নিরপেক্ষতার দাবি করতে পারে? এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়া দেবেন? মেরুদণ্ড হারিয়ে গিয়েছে!’’
If the #IAS & #IPS officers are habituated to attend the @AITCofficial leaders in a district in #WB, can the administration claim neutrality? Can @MamataOfficial response? Spines lost! pic.twitter.com/YqeDd92ZtS
— Dr.Sujan Chakraborty (@Sujan_Speak) February 6, 2020