এলাকা জবরদখলের চেষ্টা! বহুমূল্যবান গাছে আগুন, গাফিলতির অভিযোগে কাঠগড়ায় প্রশাসন

এলাকা জবরদখলের চেষ্টা! বহুমূল্যবান গাছে আগুন, গাফিলতির অভিযোগে কাঠগড়ায় প্রশাসন

নিজস্ব সংবাদাদাতা, ক্যানিং: সরকারি জমিতে দাউদাউ করে জ্বলছে বহু মূল্যবান গাছ৷ ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী৷ ২০১৮ সালে মহত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পের ১০০ দিনের কাজে বিভিন্ন প্রজাতির ফল, ফুল ও কাঠ জাতীয় বহুমূল্যের কয়েক হাজার গাছের চারা রোপণ করা হয় দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার সুন্দরবন মেলা মাঠ সংলগ্ন এসডিও রোডে। বৃহস্পতিবার রাতে সেখানেই আগুন লাগিয়ে দিল কিছু অসাধু ব্যক্তি৷ পাছে এলাকা জবরদখল করে দোকানপাট বসানো যায়৷ ক্যানিং এসডিও অফিস থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এমন ধরনের ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী৷ 

স্থানীয় মানুষজন ক্ষোভের সঙ্গে অভিযোগ করে বলেন মাতলা-১ গ্রাম পঞ্চায়েত এবিষয়ে সব কিছু জেনে শুনেও নীরব দর্শক হয়ে বসে আছেন। এমনকি গাছগুলি সংরক্ষণ করার জন্য যে বাগানের পাকা পাঁচিল দেওয়া কাজ চলছে, তা নিয়ে ও দুনীর্তির অভিযোগ তুলেছেন স্থানীয়রা৷ সাড়ে তিন লক্ষ টাকা বরাদ্দ হয়েছে পাকা পাঁচিল দিয়ে গাছগুলি সংরক্ষণের জন্য৷ অভিযোগ, সেই কাজ হচ্ছে নিম্ন মানের এবং ঢিমে তালে কাজ করা হচ্ছে। স্থানীয়দের দাবি দ্রুত পাঁচিল দেওয়ার কাজ শেষ হলে হয়ত বাঁচানো যেত গাছগুলোকে৷

ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় বিজেপি নেতৃত্বও৷ তাদের কথায়, মুখ্যমন্ত্রী ম্যানগ্রোভ রক্ষা করার কথা বলছে অথচ তাদের দলের নেতাদের ইন্ধনে অসাধু ব্যক্তিরা এধরণের কাজ করছে৷ ক্যানিং পশ্চিম কেন্দ্রর বিধায়ক শ্যামল মন্ডলের কথায়, বিষয়টি নজরে এসেছে এবং বিভাগীয় দফতরে বলা হয়েছে আইনী ব্যবস্থা নেওয়ার জন্য। এঘটনা চোখে আঙুল দিয়ে ফের দেখিয়ে দিচ্ছে শাসকদলের গাফিলতির চিত্র৷ প্রশ্ন উঠছে, এরকম কিছু হতে পারে তা কী সত্যিই আঁচ করতে পারেনি স্থানীয় প্রশাসন? কেন গাছগুলি সংরক্ষণে পাঁচিল দিতে দেরি হল প্রশাসনের? এসডিও অফিসের অদূরে এই ঘটনা ঘটল কীভাবে? প্রশ্ন তুলছে এলাকাবাসী৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 7 =