বাড়িতে ঢুকে বিজেপি’র মহিলা মোর্চা নেত্রীর বাবাকে কোপ, অভিযুক্ত তৃণমূল

বাড়িতে ঢুকে বিজেপি’র মহিলা মোর্চা নেত্রীর বাবাকে কোপ, অভিযুক্ত তৃণমূল

বাগনান: তৃতীয় দফার ভোটে দফায় দফায় বিক্ষিপ্ত হিংসার খবর উঠে এসেছে৷ বাগনানে  আক্রান্ত বিজেপি’র মহিলা মোর্চা নেত্রীর বাবা৷ বাড়িতে ঢুকে বিজেপি নেত্রী কাঞ্চনা মণ্ডলের বাবাকে কোপাল তৃণমূলের দুষ্কৃতীরা৷ ভোট দিয়ে ফেরার পর বাড়িতে ঢুকে হামলা চালানো হয় তাঁদের উপর৷ আপাতত তাঁকে বাগনান গ্রামীন হাসপাতালে নিয়ে আসা হয়েছে৷ 

আরও পড়ুন- তৃণমূলের বুথ সভাপতির রহস্যমৃত্যু ঘিরে উত্তপ্ত গোঘাট, কাঠগড়ায় বিজেপি

মোর্চা নেত্রী জানান, তিনি তাঁর ঠাকুমাকে নিয়ে ভোট দিতে গিয়েছিলেন৷ সেই সময় তাঁদের আটকায় তৃণমূল৷ কেন ঠাকুমার হয়ে তিনি ভোট দেবেন, সেই প্রশ্নও তোলেন৷ তবে এর পর তিনি ভোট দিয়ে ক্যাম্পেনে বেরিয়ে যান৷ অন্যদিকে, তাঁর বাড়িতে হামলা চালায় তৃণমূল আশ্রীত দুষ্কৃতীরা৷ তিনি বলেন, ১০টি সেলাই পড়েছে বাবার৷ তাঁর অভিযোগ, বাড়ির পাঁচিল টপকে ভিতরে ঢুকে হামলা চালায় সুনয়ন প্রামাণিকরা৷ পঞ্চায়েতের উস্কানিতে এটা হয়েছে বলেও অভিযোগ তাঁর৷ আক্রান্ত বৃদ্ধ বলেন, বাড়িতে কাজ করছিলাম৷ সেই সময় তিন-চার জন বাড়ির ভিতরে ঢুকে হামলা চালায়৷ হাতে ধারলো অস্ত্র নিয়ে ঢোকে তারা৷ কোপ বসায় তাঁর পায়ে৷ বিজেপি কর্মীর পরিবার হওয়ার কারণে তাঁর উপর হামলা বলে দাবি৷ এদিকে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল৷  অথচ এদিন সকালেও মহিলাদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের  বিরুদ্ধে৷ এবার আক্রান্ত হলেন বিজেপি যুব মোর্চা নেত্রীর বাবা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + eleven =