দিলীপ ঘোষের উপর হামলা, ভাঙল গাড়ির কাঁচ, ‘তালিবান শাসন’ বলে কটাক্ষ

দিলীপ ঘোষের উপর হামলা, ভাঙল গাড়ির কাঁচ, ‘তালিবান শাসন’ বলে কটাক্ষ

কোচবিহার:  ভোটের মরশুমে তপ্ত বঙ্গভূমির ময়দান৷ গত তিন দফার ভোটে বাংলার ফিরেছে হিংসার চেনা ছবি৷ দফায় দফায় চলছে আক্রমণ, পাল্টা আক্রমণ৷ তারই মাঝে শুরু হয়ে গিয়েছে চতুর্থ দফার কাউন্টডাউন৷ এরই মাঝে খবর, আক্রান্ত হয়েছেন দিলীপ ঘোষ৷ তাঁর উপর হামলা করা হয়েছে বলে অভিযোগ তুললেন তিনি৷ ভাঙা হয়েছে তাঁর গাড়ির কাঁচ৷ এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে৷ 

আরও পড়ুন- ভারত বিরোধী কথা বলছেন মমতা, গলায় আতঙ্কবাদীদের সুর! তোপ বিজেপির

জানা গিয়েছে বুধবার কোচবিহারের শীলতকুচি কেন্দ্রের বিজেপি সমর্থকের হয়ে প্রচার সেরে ফেরার সময় আক্রান্ত হন বঙ্গ বিজেপি’র সভাপতি দিলীপ ঘোষ৷ তাঁর গাড়ি লক্ষ্য করে আক্রমণ করা হয়৷ বোমাবাজি করা হয়৷ তাঁর গাড়িতে দুটি বোমা পড়েছে বলে অভিযোগ৷ বোমা পড়েছে কনভয়ের অন্য গাড়িতেও৷ তিনি বলেন, ‘‘আমি চোট পেয়েছি৷ বাম হাতে আঘাত লেগেছে৷ বোমা, ইঁট নিয়ে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা৷ এমন অভিজ্ঞতা আগে হয়নি৷’’ এই ঘটনার তিনি পুলিশের দিকে আঙুল তুলেছেন৷ বলেন, ‘‘পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করেছে৷’’

ফেসবুক লাইভে বিজেপি সভাপতি বলেন, রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ নেই৷ মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবে না৷ তাঁর কথায়, ‘‘এর আগেও আমার উপর হামলা হয়েছে৷ কিন্তু আজ এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হল৷ সভা শেষ হওয়ার পর বোমা, বন্দুক নিয়ে আক্রমণ হয়েছে৷  তালিবানদের মতো অবস্থা। মানুষের জীবনের কোনও নিরাপত্তা নেই৷’’ তিনি আরও বলেন, ‘‘নির্বাচন কমিশনের অধীনে প্রশাসন থাকাকালীন এই রকম হামলা এই প্রথম হল৷ তৃণমূলের ঝাণ্ডা হাতে আক্রমণ করা হয়েছে৷ তাদের হাতে বন্দুকও ছিল৷ নির্বাচন কমিশন কড়া পদক্ষেপ না করলে কোচবিহারে সুষ্ঠ নির্বাচন হবে না৷ আমার রাজনৈতিক জীবনে এটা চরম অভিজ্ঞতা৷’’

আরও পড়ুন- ‘আমার বুকের পাটায় সেই জোর আছে, একা করতে দিইনি!’ NRC-NPR প্রসঙ্গে মমতা

প্রসঙ্গত, এর আগেও বেশ কয়েকবার দিলীপ ঘোষর উপর হামলা হয়েছে৷ দার্জিলিং, খড়গপুর-সহ একাধিক জায়গায় তাঁর কনভয়ে হামলা হয়েছে৷ তবে আজকের ঘটনাকে তাঁর জীবনের চরমতম অভিজ্ঞতা বলেই উল্লেখ করেছেন বঙ্গ বিজেপি সভাপতি৷ অন্যদিকে, যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল৷   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − four =