এবার আক্রান্ত আনিস খানের ভাই, গুরুতর অভিযোগে ফের উত্তাল বঙ্গ

এবার আক্রান্ত আনিস খানের ভাই, গুরুতর অভিযোগে ফের উত্তাল বঙ্গ

কলকাতা: ছাত্র নেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় এখনও বিতর্ক বহাল। ক্ষোভ এখনও আছে মানুষের কারণ সেই স্মৃতি এখনও রাজ্যের কাছে দগদগে। এরই মধ্যে এবার তাঁর ভাইয়ের ওপর হামলার ঘটনার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, আক্রান্ত হয়েছেন আনিস খানের খুড়তুতো ভাই সলমন। তাঁর ওপর ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। এই সলমন আনিস খান হত্যার অন্যতম সাক্ষী।

আরও পড়ুন- বাগুইআটির জোড়া খুনে গ্রেফতার মাস্টারমাইন্ড সত্যেন্দ্র, হাওড়া স্টেশন থেকে ধরল পুলিশ

আনিসের পরিবারের বক্তব্য, ভাইয়ের মৃত্যুর পর থেকে সলমনকেই এগিয়ে আসতে দেখা গিয়েছে। সে ওই হত্যার ঘটনার অন্যতম সাক্ষী। তাই হয়তো তাঁকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। আসলে ঘটনাটি কী ঘটেছে? জানা গিয়েছে, শুক্রবার রাতে বাড়িতে ঢুকে সলমনের ওপর হামলা চালানো হয়েছে। মাথার পিছন দিক থেকে ধারাল অস্ত্রের কোপ মারা হয়। তার জেরে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। এরপরই তাঁর স্ত্রী চিৎকার করে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। আপাতত উলুবেরিয়া মহকুমা হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন সলমন।

আনিসের বাবার অভিযোগ, আনিস খুন হওয়ার পর তদন্ত যত এগিয়েছে ততই হুমকি পেয়েছেন তাঁরা। আনিসকে প্রথম হাসপাতালে নিয়ে গিয়েছিল এই সলমনই। এবার তাঁর ওপর হামলা করে তাঁকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। স্বাভাবিকভাবেই গোটা বিষয় নিয়ে খুবই আতঙ্কে আছে আনিসের পরিবার। এই ঘটনাতেও সিবিআই তদন্তের দাবি তোলা হয়েছে পরিবারের তরফে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − seven =