Aajbikel

অভিষেকের কনভয়ে হামলা! কর্মসূচিতে যোগ দেওয়া মন্ত্রীর গাড়ির কাচ ফাটল

 | 
abhi_ED

শালবনি: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘নবজোয়ার’ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী বিরবাহা হাঁসদা। তাঁর গাড়িতে হামলার অভিযোগ উঠল। শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় ঝাড়গ্রামের শালবনিতে ঢুকতেই কয়েকটি গাড়িতে হামলা হয়। তাতেই বীরবাহার গাড়ির সামনে কাচ ফেটেছে বলে খবর। কুড়মি বিক্ষোভকারীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠেছে। 

ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী। বীরবাহার বক্তব্য, তারাও অনেক আন্দোলন করেছেন। কিন্তু এই ধরনের আচরণ কখনও করেননি। এগুলি আন্দোলন নয়, অসভ্যতা, এমন মন্তব্য করেছেন তিনি। জানা গিয়েছে, নবজোয়ার কর্মসূচির রোড শো শেষ করে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় শালবনির দিকে যাচ্ছিল ঠিক সেই সময়েই ৫ নম্বর রাজ্য সড়কের দু’ধারে বসে বিক্ষোভ দেখানো কুড়মিরা গাড়িতে হামলা করেন। এছাড়া তারা সকলকে এই কনভয়কে উদ্দেশ্য করে 'চোর, চোর' স্লোগানও দেয়। 

কিছুদিন আগে মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষের বাড়ির সামনে জমায়েত করেন কুড়মিরা। তাঁর বাড়ির গেট ভেঙে দেওয়া হয়। ঝাড়গ্রাম জেলার লালগড় থানার বামাল গ্রামে দলীয় কর্মসূচিতে যাওয়ার সময় তাদের ক্ষোভের মুখে পড়েছিলেন দিলীপ ঘোষ। তিনি কুড়মিদের জন্য কী করেছেন তা জানতে চাওয়ায় দিলীপ যা উত্তর দিয়েছিলেন তা পছন্দ হয়নি কারোর। পরে দিলীপ ঘোষ কুড়মিদের উদ্দেশে বলেন, বেশি বাড়াবাড়ি করলে সব ক’টা নেতার কাপড় খুলে দেবেন তিনি। এতেই যেন আগুনে ঘি পড়ে।

p

যদিও বীরবাহা আজকের হামলার জন্য সিপিএম এবং বিজেপিকে দায়ী করেছেন। তাঁর কথায়, কুড়মিড়দের আন্দোলনের বিরোধিতা তৃণমূল করেনি। তাই এটা জাতিগত আন্দোলন হতে পারে না। সিপিএম, বিজেপির মদত আছে এর পিছনে।   

Around The Web

Trending News

You May like