আক্রান্ত নাট্যকর্মী কৌশিক, কাঠগড়ায় বিজেপির বাহিনী, বিদ্রোহ শিক্ষক সংগঠনের

আক্রান্ত নাট্যকর্মী কৌশিক, কাঠগড়ায় বিজেপির বাহিনী, বিদ্রোহ শিক্ষক সংগঠনের

কলকাতা: প্রতিবাদের নামে তাণ্ডব করলে গুলি করে মারার কথা বলেছেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যদিও তাঁর এই মন্তব্য নিয়ে বিতর্কে ঝড় ওঠে৷ এমনকি দলের পক্ষ থেকেও এই মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য বলে উল্লেখ করা হয়। তবে কার্যত তাঁর মন্তব্য শুধু কথায় নয়, দলীয় কর্মীদের কাজেও প্রকাশ পাচ্ছে এমনটাই মনে করছে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ৷ কারণ গত সোমবার সংগঠনের আহবানে ধর্মতলা থেকে এনআরসি ও সিএএ বিরোধী মহামিছিলের পরেই দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন নাট্যকর্মী কৌশিক চৌধুরী।

অভিযোগ বিজেপি পার্টি অফিসের সদস্যরাই মারধর করে এই নাট্যকর্মীকে৷ সংগঠনের দাবি দুষ্কৃতীরা নিজেদের দিলীপ ঘোষের লোক বলে পরিচয় দিয়েই মারধর করে কৌশিক চৌধুরীকে। এমনকি এই আক্রমণের ঘটনা সিসিটিভি ফুটেজেও দেখা গেছে। ঘটনার দিন অর্থাৎ সোমবার ধর্মতলা থেকে মহাজাতি সদন পর্যন্ত মহা মিছিল শেষ করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গুলি করে মারার মন্তব্যের প্রতিবাদে দলের রাজ্য অফিস ঘেরাও করে শিক্ষকদের এই সংগঠন।

এই মন্তব্যের জন্য গ্রেফতার ও নাগরিকত্ব সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে সেখানেই শান্তিপূর্ণ অবস্থান শুরু করেন সংগঠনের সদস্যরা। এরপর সবাই বাড়ি ফিরে যাওয়ার সময় একা পেয়ে কৌশিক বাবুকে আক্রমণ করে কিছু দুষ্কৃতী। ওই দিন রাতেই বউবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়। তাকে ভুলবশত মইদুল ইসলাম ভেবে মারধর করে ওই দুষ্কৃতীরা বলে পুলিশের কাছে জানিয়েছেন কৌশিক বাবু। পরদিনই এই নাট্যকর্মীকে নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় শিক্ষক সংগঠন। প্রশাসন এ বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা না নিলে পরবর্তীকালে আবারো আন্দোলনের দাগ দেওয়া হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *