বামেদের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘটের মধ্যেই কোচবিহারে সভা করলেন তৃণমূল নেতা তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই সভায় দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে সুর চড়ান তিনি। অভিষেক স্পষ্ট জানান, দলের মধ্যে কোনওরকম গোষ্ঠীদ্বন্দ্ব প্রশ্রয় দেওয়া হবে না। যাঁরা দলকে কালিমালিপ্ত করবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন যুব তৃণমূল সভাপতি। মঞ্চে তখন উপস্থিত কোচবিহারে জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ, উদয়ন গুহ সহ তৃণমূলের একাধিক প্রথম শ্রেণির নেতা। বারবার কোচবিহারে শাসকদলের গোষ্ঠী কোন্দলের খবর পাওয়া যায়। এর জেরে বোমাবাজি, গুলি এমনকী খুনোখুনির খবরও নতুন নয়। লক্ষ্য লোকসভা নির্বাচন। তার আগে বারবার গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার বার্তা দিচ্ছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরেও এই প্রবণতা অব্যাহত। এই পরিস্থিতিতে যথেষ্ঠ কড়া সুরেই দলের অবাধ্য কর্মীদের বার্তা দিলেন অভিষেক।
তৃণমূল-যুব তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বিরুদ্ধে সওয়াল অভিষেকের
বামেদের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘটের মধ্যেই কোচবিহারে সভা করলেন তৃণমূল নেতা তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই সভায় দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে সুর চড়ান তিনি। অভিষেক স্পষ্ট জানান, দলের মধ্যে কোনওরকম গোষ্ঠীদ্বন্দ্ব প্রশ্রয় দেওয়া হবে না। যাঁরা দলকে কালিমালিপ্ত করবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন যুব তৃণমূল সভাপতি। মঞ্চে তখন উপস্থিত কোচবিহারে জেলা সভাপতি