সপ্তাহ শেষে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ পূর্ব রেলের

কলকাতা: ফ্রেট করিডরের কাজের জন্য আগামী রবিবার ভোর চারটে থেকে সকাল আটটা পর্যন্ত আসানসোল বিভাগের সীতারামপুর-ঝাঝা শাখায় ‘ব্লক’ নেওয়া হবে। ব্লক নেওয়া হবে খানা-গুমানি-মালদহ শাখাতেও। পূর্ব রেল জানিয়েছে, ব্লকের জেরে ট্রেন চলাচলও নিয়ন্ত্রণ করা হবে। তার জন্য ১২ জানুয়ারির হাওড়া-মোকামা প্যাসেঞ্জার, ১৩ জানুয়ারির মোকামা-হাওড়া প্যাসেঞ্জার বাতিল করা হচ্ছে। বিভিন্ন দিনে বাতিলের তালিকায় থাকছে আরও কয়েকটি

সপ্তাহ শেষে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ পূর্ব রেলের

কলকাতা: ফ্রেট করিডরের কাজের জন্য আগামী রবিবার ভোর চারটে থেকে সকাল আটটা পর্যন্ত আসানসোল বিভাগের সীতারামপুর-ঝাঝা শাখায় ‘ব্লক’ নেওয়া হবে। ব্লক নেওয়া হবে খানা-গুমানি-মালদহ শাখাতেও। পূর্ব রেল জানিয়েছে, ব্লকের জেরে ট্রেন চলাচলও নিয়ন্ত্রণ করা হবে।

তার জন্য ১২ জানুয়ারির হাওড়া-মোকামা প্যাসেঞ্জার, ১৩ জানুয়ারির মোকামা-হাওড়া প্যাসেঞ্জার বাতিল করা হচ্ছে। বিভিন্ন দিনে বাতিলের তালিকায় থাকছে আরও কয়েকটি ট্রেন। ১২ ও ১৩ জানুয়ারি দু’টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করে দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 2 =