কলকাতা: ইস্ট ওয়েস্ট মেট্রোর যাত্রা আরম্ভের দশ দিনের মধ্যেই বিপত্তি। ট্রেন স্টেশনে পৌঁছে গেলেও খুলল না প্ল্যাটফর্মের স্বয়ংক্রিয় কাঁচের দরজা। বেশ কিছুক্ষণ পর কর্মীরা এসে চাবি দিয়ে দরজা খেলে। ঘটনার জেরে ক্ষুব্ধ যাত্রীরা।
দুপুর দেড়টা নাগাজ সল্টলেক স্টেডিয়ামগামী মেট্রো সেক্টর ফাইভে ঢোকে। ট্রেনে ওঠার সময় স্ক্রিন ডোরের সামনে যাত্রীরা ভিড় করে। সময় পেরিয়ে গেলেও স্ক্রিন ডোরের দরজা খোলে না। নজরে পরে চালকের। চালকও চেষ্টা করেন। কিন্তু তিনি ব্যর্থ হন। পরে কর্মীরা এসে চাবি দিয়ে দরজা খোলেন। ইস্ট ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, তড়িত চুম্বকীয় সঙ্কেত ঠিকভাবে কাজ না করার জন্য দরজা খোলেনি।
দীর্ঘ টালবাহানার পর চলতি মাসের ১৪ তারিখ আংশিকভাবে পথচলা শুরু করেছে ইস্ট-ওয়েস্ট মেট্রো। প্রযুক্তিগতভাবে অনেকটাই এগিয়ে এই মেট্রো। দুর্ঘটনা এড়াতে প্রতি স্টেশনে প্রতিটি বসানো হয়েছে স্ক্রিন ডোর। স্বাভাবিকভাবেই ইস্ট-ওয়েস্ট মেট্রোতে ভোগান্তির শিকার হতে হবে না, এমনই ধারণা ছিল যাত্রীদের। কিন্তু যাত্রা শুরুর কয়েকদিনের মাথায় স্টেশনে না দাঁড়িয়েই ছুটেছিল মেট্রো। এরপর এদিনের ঘটনায় ফের প্রশ্নের মুখে মেট্রো কর্তৃপক্ষ।