সোনারপুর লোকালে আগুন, আতঙ্কে যাত্রীরা

সোনারপুর লোকালে আগুন, আতঙ্কে যাত্রীরা

57a68e7bdc061c79ea0cbfdc85190120

কলকাতা:  সোনারপুরগামী একটি ট্রেনে বুধবার সকালে আগুন দেখা যায়। আগুনের সঙ্গে কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া উঠতে দেখা যায়। এতেই আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনের যাত্রীরা। যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। পরিস্থিতি বুঝে পার্কসার্কাসে ট্রেনটি খালি করে দেওয়া হয়। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে পড়েছেন যাত্রীরা। তাঁরা রেলের রক্ষণাবেক্ষণের গাফিলতিকেই কাঠগোড়ায় তুলছেন বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, বুধবার সকাল ৮.৩০ মিনিট নাগাদ শিয়ালদহ দক্ষিণ শাখার পার্ক সার্কাস স্টেশনের কাছে ডাউন সোনারপুর লোকালে আগুন-ধোঁয়া দেখা যায়। সেই সময় ট্রেনটি পার্ক সার্কাস স্টেশনের কাছেই ছিল।নিরাপত্তার কথা মাথায় রেখে ট্রেনটি পার্ক সার্কাস স্টেশনে পৌঁছন মাত্রই দ্রুত খালি করে দেওয়া হয় ট্রেনটিকে।

রেল সূত্রের খবর, বুধবার সকাল ৮.২২ মিনিট নাগাদ শিয়ালদহ থেকে ছেড়েছিল ডাউন সোনারপুর লোকাল। ট্রেনটি পার্ক সার্কাস স্টেশনে ঢোকার আগেই ইঞ্জিন লাগোয়া কামরা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়| আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ট্রেনটি স্টেশনে পৌঁছলেই যাত্রীরা তড়িঘড়ি নামতে শুরু করে। এরপরেই খালি করে দেওয়া হয় ট্রেনটিকে।

খবর পেয়ে ঘটনাস্থলে যান রেলের আধিকারিকরা। প্রায় ২২ মিনিট পার্ক সার্কাস স্টেশনে দাঁড়িয়ে থাকে সোনারপুর লোকালটি। এরপর ওই অবস্থাতেই বালিগঞ্জ স্টেশন পর্যন্ত ট্রেনটিকে নিয়ে যাওয়া হয়। সেখানেই ৪ নম্বর প্ল্যাটফর্মে রাখা হয় ওই ট্রেনটিকে। সমস্ত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এদিকে  যাত্রীদের অভিযোগ,  রক্ষণাবেক্ষণের অভাবেই এই ধরনের ঘটনা ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *