একধাক্কায় পারদ নামল ৫ ডিগ্রি, বঙ্গে ফিরল জাঁকিয়ে শীত

কলকাকতা: ফের রেকর্ড পতন পারদের। খনিকটা পিছু হটেও ফের দাপিয়ে ব্যাটিং শুরু ঠান্ডার। বুধবার সকালে একধাক্কায় পারদ নামল ৫ ডিগ্রি। ফলে কলকাতা শহরে ফের বারো ডিগ্রির সুচক ছুল পারদ। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবারের পর বুধবার সকালে আবহাওয়াবিদদের হিসেবকে বুড়ো আঙুল দেখিয়ে পারদ নামল ৫ ডিগ্রি। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা

একধাক্কায় পারদ নামল ৫ ডিগ্রি, বঙ্গে ফিরল জাঁকিয়ে শীত

কলকাকতা: ফের রেকর্ড পতন পারদের। খনিকটা পিছু হটেও ফের দাপিয়ে ব্যাটিং শুরু ঠান্ডার। বুধবার সকালে একধাক্কায় পারদ নামল ৫ ডিগ্রি। ফলে কলকাতা শহরে ফের বারো ডিগ্রির সুচক ছুল পারদ।

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবারের পর বুধবার সকালে আবহাওয়াবিদদের হিসেবকে বুড়ো আঙুল দেখিয়ে পারদ নামল ৫ ডিগ্রি। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। বঙ্গের জেলাগুলিতেও ঝোড়ো ইনিংস খেলছে শীত। এ যেন শেষ হয়েও শেষ নয়। এদিন দার্জিলিংয়ে পারদ নেমেছে ১ ডিগ্রিতে, কালিম্পংয়ে ৫, শ্রীনিকেতনে ৭, কোচবিহার ৮, জলপাইগুড়ি ৭, মালদা ১১, বাঁকুড়া ৯, বর্ধমান ১০, দমদমে ১১ ডিগ্রি ছুঁয়েছে পারদ। আগামী কয়েকদিন এরকমই তাকবে আবহাওয়া জানাল আলিপুর আবহাওয়া দপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + twenty =