মাঝরাতে পশুপ্রেমিদের পেটাল পুলিশ, জখম অভিনেত্রী দেবলীনা-সহ বেশ কয়েকজন

কলকাতা: মাঝরাতে পশুপ্রেমিদের পেটাল পুলিশ৷ লাঠি চালানোর অভিযোগ বিধাননগর পুলিশের বিরুদ্ধে৷ আক্রান্ত হলেন অভিনেত্রী দেবলীনা দত্ত সহ ১০ পশুপ্রেমি৷ অভিযোগ, রাতভর পশুপ্রেমিদের তরফে শান্তিপূর্ণ আন্দোলনের চলছিল৷ শীতের মাঝরাতে পশুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদে শামিল হয়েছিলেন পশুপ্রেমিদের একটি সংগঠন৷ অভিযোগ, প্রতিবাদ শুরু হওয়ার পর রাত একটা নাগাদ পশুপ্রেমিদের উপর লাঠিচার্জ করে পুলিশ৷ পশুপ্রেমিদের অভিযোগ, মাঝরাতে পুলিশের

9a99fb8a1ab000c72c560684f2a03f92

মাঝরাতে পশুপ্রেমিদের পেটাল পুলিশ, জখম অভিনেত্রী দেবলীনা-সহ বেশ কয়েকজন

কলকাতা: মাঝরাতে পশুপ্রেমিদের পেটাল পুলিশ৷ লাঠি চালানোর অভিযোগ বিধাননগর পুলিশের বিরুদ্ধে৷ আক্রান্ত হলেন অভিনেত্রী দেবলীনা দত্ত সহ ১০ পশুপ্রেমি৷ অভিযোগ, রাতভর পশুপ্রেমিদের তরফে শান্তিপূর্ণ আন্দোলনের চলছিল৷ শীতের মাঝরাতে পশুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদে শামিল হয়েছিলেন পশুপ্রেমিদের একটি সংগঠন৷ অভিযোগ, প্রতিবাদ শুরু হওয়ার পর রাত একটা নাগাদ পশুপ্রেমিদের উপর লাঠিচার্জ করে পুলিশ৷

পশুপ্রেমিদের অভিযোগ, মাঝরাতে পুলিশের সঙ্গে তাঁদের বচসা শুরু হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পুলিশ পশুপ্রেমিদের বাড়ি ফিরে যেতে নির্দেশ দেয়৷ আন্দোলনরত পশুপ্রেমিরা জানান, তাঁরা তাঁদের অবস্থানে অনড় থাকবেন৷ যতক্ষণ না পর্যন্ত এনআরএস কুকুর-শাবক হত্যাকাণ্ডে জড়িত মৌটুসি মণ্ডল ও সোমা বর্মণ নামে দুই ছাত্রী শাস্তি পাচ্ছে, ততক্ষণ তাঁরা তাঁদের অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন৷ মূলত, এই নিয়েই শুরু হয় বিবাদ৷ বিবাদ চলাকালীন হঠাৎ পশুপ্রেমিদের উপর আক্রমণ নেমে আসে বলে অভিযোগ৷ করা হয় লাঠিচার্জ৷ তাতে গুরুতর আহত হন একাধিক পশুপ্রেমি৷ পুলিশের লাঠির ঘায়ে গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়৷ যদিও এবিষয়ে বিধাননগর পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ রাতে পুলিশি তাণ্ডবের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে সমালোচনার বন্যা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *