মকর সংক্রান্তি উপলক্ষে দু’লক্ষ জমায়েত! সেতুতে পদপিষ্ট হয়ে কটকে মৃত দুই, আহত অন্তত ১০
Jan 14, 2023, 21:10 IST
| 
কটক: মকর সংক্রান্তি উপলক্ষে মন্দিরের পথে নেমেছিল পুণ্যার্থীদের ঢল৷ সেই ভিড়ের চাপেই কটকের একটি সেতুতে পদপিষ্ট হয়ে কমপক্ষে দু’জনের মৃত্যু হল। শনিবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটে৷ শিশু এবং মহিলা-সহ গুরুতর জখম হয়েছেন অন্তত দশ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও সরকারি ভাবে এখনও পর্যন্ত মৃত বা আহতদের সংখ্যা জানানো হয়নি।