Aajbikel

মকর সংক্রান্তি উপলক্ষে দু’লক্ষ জমায়েত! সেতুতে পদপিষ্ট হয়ে কটকে মৃত দুই, আহত অন্তত ১০

 | 
মকর সংক্রান্তি

কটক: মকর সংক্রান্তি উপলক্ষে মন্দিরের পথে নেমেছিল পুণ্যার্থীদের ঢল৷ সেই ভিড়ের চাপেই কটকের একটি সেতুতে পদপিষ্ট হয়ে কমপক্ষে দু’জনের মৃত্যু হল। শনিবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটে৷ শিশু এবং মহিলা-সহ গুরুতর জখম হয়েছেন অন্তত দশ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও সরকারি ভাবে এখনও পর্যন্ত মৃত বা আহতদের সংখ্যা জানানো হয়নি।

Around The Web

Trending News

You May like