বেহাল আন্দুল রোডে, পুজোর মুখে পুলিশের দ্বারস্থ যাত্রী কমিটি

হাওড়া: আন্দুল রোডে পরিবহণ যাত্রীদের সমস্যা সমাধানের আবেদন জানিয়ে হাওড়া কমিশনার অফ পুলিশকে স্মারকলিপি পরিবহণ যাত্রী কমিটির৷ ৭ দফা দাবির ভিত্তিতে আজ পুলিশের হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়৷ আন্দুল রোড পরিবহণ কমিটির সম্পাদক অভিজিৎ মণ্ডল ও কার্যকরী সভাপতি অর্জুন সিংহ রায় জানিয়েছেন, আন্দুল রোডে যে লোড নিয়ে লরি, ট্রাক প্রভৃতি যানবাহন চলছে, সেই অনুযায়ী

3 stocks recomended

হাওড়া: আন্দুল রোডে পরিবহণ যাত্রীদের সমস্যা সমাধানের আবেদন জানিয়ে হাওড়া কমিশনার অফ পুলিশকে স্মারকলিপি পরিবহণ যাত্রী কমিটির৷ ৭ দফা দাবির ভিত্তিতে আজ পুলিশের হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়৷

আন্দুল রোড পরিবহণ কমিটির সম্পাদক অভিজিৎ মণ্ডল ও কার্যকরী সভাপতি অর্জুন সিংহ রায় জানিয়েছেন, আন্দুল রোডে যে লোড নিয়ে লরি, ট্রাক প্রভৃতি যানবাহন চলছে, সেই অনুযায়ী রাস্তা সংস্কার করতে হবে৷ কোনও ভাবেই জোড়াতালি দিয়ে কাজ চালানো যাবে না৷ বিজ্ঞানসম্মতভাবে রাস্তার দু’পাশে ঢাল করে মাঝখানে উঁচু করতে হবে৷ রাস্তার দু’পাশে মাটি দিয়ে উঁচু করতে হবে৷ বিজ্ঞানসম্মত ও উন্নত নিকাশি ব্যবস্থা করতে হবে বলেও দাবি তোলা হয়েছে৷ প্রতিটি রুটে বাস সংখ্যা বাড়ানোর দাবি তুলেছেন তাঁরা৷ একই সঙ্গে অমলপুর থেকে হাওড়া পর্যন্ত শেষ বাস রাত দশটায় চালু করার দাবি তোলা হয়েছে৷ আন্দুলের বিভিন্ন স্থান থেকে কলকাতার বিভিন্ন গন্তব্য পর্যন্ত বাস রুট চালু করে দৈনন্দিন পর্যাপ্ত বাস দেওয়া হয়েছে দাবিও তোলা হয়েছে৷ এমনকী, প্রতিটি মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা করে যানজট নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন তাঁরা৷

কমিটির দাবি, ভারী যানবাহণ চলাচলের জন্য আন্দুল রোডের অবস্থা বেহাল হয়ে পড়েছে৷ আর সেই কারণে নিত্যদিন সমস্যায় পড়েছেন যাত্রীরা৷ আর এরই প্রতিবাদে আজ পুলিশ কমিশনারেট এগিয়ে স্মারকলিপি তুলে দেন কমিটির প্রতিনিধিরা৷ স্মারকলিপি প্রদানের আগে অবস্থান বিক্ষোভ দেখান কমিটির সদস্যরা৷ এদিন হাওড়ার বকুলতলার ৫৯ নম্বর বাসস্ট্যান্ডে আন্দুল রোড পরিবহন কমিটির তরফে অবস্থান করা হয়৷ সেখানে বক্তব্য পেশ করেন কমিটির কার্যকরী সভাপতি অর্জুন সিংহ রায়, কোষাধক্ষ্য সুদীপ মণ্ডল, কমিটির সম্পাদক অভিজিৎ মণ্ডল ও অন্যান্য সদস্যরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − one =