#AssemblyElections2018: ‘চৌকিদার চোর হ্যায়’, রাজপথে উৎসব তৃণমূলের

নয়াদিল্লি: পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলে বিজেপির শোচনীয় অবস্থা। উচ্ছ্বসিত বিরোধীরা একে একে প্রতিক্রিয়া জানাচ্ছে। বিজেপির হারে ইতিমধ্যেই জয় উদযাপন শুরু করে দিয়েছে শাসক তৃণমূল৷ সবুজ আবীর মেখে চলছে বীজয় উৎসবর৷ ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান তুলে চলছে বিরোধী জয়ের উৎসব৷ ইতিমধ্যে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পোস্ট, ‘মানুষ বিজেপির বিরুদ্ধে রায় দিয়েছে। এটা মানুষের

#AssemblyElections2018: ‘চৌকিদার চোর হ্যায়’, রাজপথে উৎসব তৃণমূলের

নয়াদিল্লি: পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলে বিজেপির শোচনীয় অবস্থা। উচ্ছ্বসিত বিরোধীরা একে একে প্রতিক্রিয়া জানাচ্ছে। বিজেপির হারে ইতিমধ্যেই জয় উদযাপন শুরু করে দিয়েছে শাসক তৃণমূল৷ সবুজ আবীর মেখে চলছে বীজয় উৎসবর৷ ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান তুলে চলছে বিরোধী জয়ের উৎসব৷

ইতিমধ্যে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পোস্ট, ‘মানুষ বিজেপির বিরুদ্ধে রায় দিয়েছে। এটা মানুষের জয়। গণতন্ত্রের জয়, এবং অবিচার, হিংসা, বিভিন্ন এজেন্সিগুলিকে ভুলভাবে ব্যবহার করা, কৃষক বিরোধী ভূমিকা সহ একাধিক জন বিরোধী নীতির বিরুদ্ধে জয়। সেমিফাইনাল প্রমাণ করল বিজেপি কোথাও নেই। ২০১৯-এর ফাইনালের আগে এটা আসল গণতান্ত্রিক ইঙ্গিত। গণতন্ত্রে মানুষই ম্যান অব দ্য ম্যাচ। জয়ীদের আমার পক্ষ থেকে অভিনন্দন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =