পশ্চিম মেদিনীপুর: রাজ্য বিধানসভা নির্বাচন কী আগামী বছরের শুরুতে? অন্তত তেমনই ইঙ্গিত দিল পশ্চিম মেদিনীপুরের এক প্রশাসনিক চিঠিতে৷ জেলার নির্বাচনী আধিকারিকদের যাবতীয় তথ্য কমিশনের সরকারি ওয়েবসাইটে আপলোড করার কথা জানিয়ে একটি বিজ্ঞপ্তি জারি পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন৷
৯ অক্টোবর পাঠানো এই চিঠিতে বলা হয়েছে, যুগ্ম নির্বাচন কমিশনারের পাঠানো আধিকারিকদের যাবতীয় তথ্য এবং পশ্চিম মেদিনীপুর জেলার নির্বাচনী অফিসারের চিঠি আপলোড করতে হবে৷ মেদিনীপুর সদর, খড়গপুর ও ঘাটালের মহকুমাশাসক এবং এলাকার সমস্ত ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে উল্লেখ করে দেওয়া এই চিঠিতে বলা হয়েছে, এই সমস্ত তথ্য পাঠাতে হবে তাদের এক্তিয়ারভূক্ত এলাকার প্রতিটি সরকারি দফতরের প্রধানের কাছে৷
ওই চিঠিতে বলা হয়েছে, কাজ সারতে হবে ১২ অক্টোবরের মধ্যে৷ তথ্য আপলোডের কাজটি নিজে উপস্থিত থেকে করাতে বলা হয়েছে প্রত্যেক আধিকারিককেই। এমনকি নিজেদের এলাকার যাবতীয় ডেটা আপলোডের কাজও দায়িত্ব নিয়ে নজরদারি করতে বলা হয়েছে যাতে পুরো বিষয়টি ১৪ অক্টোবরের ভিতর মিটে যায়৷ এলাকায় থাকা সমস্ত সরকারি অফিসে যাতে এই ডেটা আপলোডিংয়ের নির্দেশটি পৌঁছায়, সেদিকে নজর রাখতে বলা হয়েছে চিঠিতে উল্লিখিত প্রত্যেক আধিকারিককেই।
যদি কোনও দফতরে এই চিঠি না পৌঁছায় বা কোনও নতুন দফতর থাকে তাদের ১৩ অক্টোবরের মধ্যে এই চিঠির বিষয়ে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। চিঠির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দ্রুত সম্পন্ন করারও নির্দেশ দেওয়া হয়েছে। জেলার নির্বাচন অফিসার এবং পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের প্যাডে দেওয়া এই চিঠি পাঠিয়েছেন জেলার যুগ্ম জেলাশাসক।
নির্বাচনী প্রস্তুতির প্রাথমিক পর্ব অর্থাৎ নির্বাচনের আগে কমিশনের ঘর গোছানোর পর্বটির দিকেই ইঙ্গিত করে এই চিঠি। রাজ্যে বিধানসভা নির্বাচন ২০২১ সালেই হবে। তবে এখনও দিনক্ষণ ঘোষণা হয়নি। কিন্তু এই চিঠি ইঙ্গিত দিল, আগামী বছরের প্রথম দিকেই নির্বাচন হতে পারে। তা নাহলে এবছর অক্টোবর থেকেই প্রস্তুতি পর্ব শুরু করত না কমিশন৷