বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে রক্তারক্তি! ৪ নব্য বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে বদলা!

 অনিকেতের কথায় গত লোকসভা নির্বাচনের পর বর্তমান বিজেপি জেলা সভাপতি শংকর চ্যাটার্জি ও বিজেপির ওবিসি মোর্চার সভাপতি নীলরতন মিত্রের হাত ধরে তাঁরা কয়েকজন অন্যান্য দল থেকে এসে বিজেপিতে যোগ দিয়েছিল।

নিজস্ব প্রতিনিধি, বারাসত:  রাজ্যে প্রধান বিরোধী দলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এল। অশোকনগর ৪ নম্বর জোড়াপুকুর এলাকার বাসিন্দা বিজেপির যুব নেতা অনিকেত দে সহ অনুগামী আরও চার যুবককে মারধরের অভিযোগ উঠল বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার ওবিসি মোর্চার সভাপতি নীলরতন মিত্রের অনুগামীদের বিরুদ্ধে৷ অনিকেত একসময় বারাসাত সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চা সাধারণ সম্পাদক ছিলেন৷ রাজ্য যুব মোর্চার এক্সিকিউটিভ সদস্য হিসেবেও বেশ কিছুদিন দায়িত্ব সামলেছেন৷

বিজেপির যুবনেতা হিসেবে এলাকায় বেশ নামডাকও রয়েছে। অভিযোগ, রবিবার সন্ধে পৌনে সাতটা নাগাদ অশোকনগর আশ্রফাবাদ এলাকার একটি এটিএমের সামনে দাঁড়িয়েছিলেন অনিকেত ও তার পরিচিত  কয়েকজন বিজেপি কর্মী। তখন অতর্কিতে অনিকেতের উপর হামলা চালায় বিজেপির কয়েকজন সমর্থক। তাঁকে বাঁচাতে গেলে আক্রান্ত হন তাঁর সঙ্গী আরও চার বিজেপি সমর্থক। হাতুড়ির আঘাতে অনিকেতের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। আহত অনিকেতকে  হাবড়া হাসপাতালে যাওয়া হয়। তার মাথায় সাতটি সেলাই পড়েছে।

অনিকেতের সঙ্গীদেরও প্রাথমিক চিকিৎসা হয়। গতকাল গভীর রাতে অশোকনগর থানায় হামলাকারী বেশ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এই ঘটনায় এপর্যন্ত কোনো গ্রেফতারির খবর পাওয়া যায়নি। আক্রান্ত অনিকেতের কথায়, গত লোকসভা নির্বাচনের পর বর্তমান বিজেপি জেলা সভাপতি শংকর চ্যাটার্জি ও বিজেপির ওবিসি মোর্চার সভাপতি নীলরতন মিত্রের হাত ধরে তাঁরা কয়েকজন অন্যান্য দল থেকে এসে বিজেপিতে যোগ দিয়েছিলেন। 

শাসকদলের বিরুদ্ধে বিজেপি নেতা-কর্মীদের আক্রান্ত হওয়ার অভিযোগে প্রতিদিনই সুর চড়াচ্ছেন রাজ্য বিজেপি নেতৃত্ব। এক্ষেত্রে জোরদার দাবি জানাচ্ছেন প্রশাসনের নীরবতা ও পুলিশি নিষ্ক্রিয়তার। সেক্ষেত্রে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে অশোক নগরে বিজেপির সদস্যদের হাতেই দলের যুব কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনা ঠিক কি ইঙ্গিত বহন করছে সেবিষয়ে ধোঁয়াশা থাকছেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + twelve =