প্রয়াত অশোক ভট্টাচার্যের স্ত্রী, শোকপ্রকাশ মমতার

প্রয়াত অশোক ভট্টাচার্যের স্ত্রী, শোকপ্রকাশ মমতার

কলকাতা: প্রয়াত বাম নেতা অশোক ভট্টাচার্যের স্ত্রী রত্না ভট্টাচার্য। আজ নিজের ফেসবুক পোস্টে এ কথা নিয়েই জানিয়েছেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন অশোক ভট্টাচার্যের স্ত্রী রত্না। শিলিগুড়ি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। তবে বিগত কয়েক দিন ধরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। দেরি না করে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। কিছু শেষমেষ রক্ষা পেলেন না তিনি। স্বামী অশোকের সঙ্গে ৪১ বছর ধরে জীবন কাটানো থমকে গেল তাঁর। 

এদিন নিজের ফেসবুক পোস্টে স্ত্রীর মৃত্যুর কথা জানিয়ে অশোক ভট্টাচার্য বলেন, ”কিছুক্ষণ আগে চলে গেল আমার ৪১ বছরের জীবনের সঙ্গী, আমার লড়াই সংগ্রামের সাথী, আমার অনুপ্রেরণা, আমার সাহস, আমার কাজ, আমার মানুষের পাশে থাকা আমার স্ত্রী রত্না ভট্টাচার্য। ও শুধু আমাদের পার্টির একজন সদস্য ছিল না, ছিল একজন লড়াকু , আমার সহধর্মিনী বলে বলছি না ও ছিল একজন প্রকৃত ভাল মেয়ে, একজন উদার, নমনীয়, সবাইকে ভালোবাসতে পারত। মন্ত্রী বা মেয়রের স্ত্রী হিসেবে ওর নিজের মধ্যে কোনো দিন কোনো রকম ঔদ্ধত্ত ছিল না সেভাবে কোন পরিচয় দিত না। বহু মানুষ, বহু রাজনীতিবিদ, বহু খেলোয়াড়ের সঙ্গে করছিল ওর ছিল এক মধুর সম্পর্ক। অনেক খেলোয়াড়রা তাকে নিজের কাকিমা বলে মনে করত।” রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই খবর জানার পরেই অশোক ভট্টাচার্যকে ফোন করেন এবং সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + ten =