মঙ্গলবার নির্বাচনী প্রচারে বেরিয়ে তৃণমূলের গুন্ডা বাহিনির হাতে নিগৃহীত হতে হয় আসানসোলের বামফ্রন্ট প্রার্থী গৌরাঙ্গ চ্যাটার্জিকে। লোকসভা প্রার্থী নিগৃহীত হওয়ার ঘটনা ভারতের ইতিহাসে বিরল। ২০১৯-এর লোকসভা নির্বাচনের প্রাক্কালে একমাত্র পশ্চিমবঙ্গেই ঘটেছে এরকম নিন্দনীয় ঘটনা।
পুলিশকে আগাম জানিয়েই বারাবনির মদনপুর গ্রামে নির্বাচনী প্রচারে বেরিয়ে ছিলেন গৌরাঙ্গ চ্যাটার্জি কিন্তু সেই সব কিছু উপেক্ষা করেই রাস্তায় ফেলে মারধোর করা হয় প্রার্থীকে এমনকি তাঁর গাড়িও ভাঙচুর করার অভিযোগ রয়েছে তৃণমূলের দুস্কৃতীদের বিরুদ্ধে। বুধবার বামপ্রার্থী গৌরাঙ্গ চ্যাটার্জির ওপর হামলার প্রতিবাদে আসানসোল কমিশনারের অফিসে বিক্ষোভ দেখালেন বামপন্থী কর্মী সমর্থকরা। নিরাপত্তার দাবিতে এই বিক্ষোভে শামিল হন বহু সাধারণ মানুষও।