কলকাতা: আসানসোল লোকসভা কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফলের দিকে আজ তাকিয়ে রয়েছে বাংলা। কী হতে চলেছে এই দুই জায়গায় তা জানার আগ্রহ সকলের। বিধানসভা নির্বাচনে হারার পর এই রাজ্যের কোনও নির্বাচনে এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি বিজেপি। আজ কি সেই বিষয়ের বদল ঘটবে, সে নিয়েই প্রশ্ন। অন্যদিকে বিজেপি হয়ে বাবুল বিধানসভায় দাগ কাটতে ব্যর্থ হয়েছিলেন। এবার তৃণমূলের ঝাণ্ডার দাপটে কি জয় পাবেন, সেটাও দেখার। বালিগঞ্জের পাশাপাশি আসানসোল নিয়েও জল্পনা তুঙ্গে। কারণে সেখানে বিজেপিকে নিজের ‘গড়’ ধরে রাখতে হবে।
আরও পড়ুন- ভোটারদের প্রভাবিত করছে বাহিনী! বড় অভিযোগ আনল তৃণমূল
২০১৯ সালের লোকসভা ভোটে আসানসোলে বিজেপির টিকিটে জিতেছিলেন বাবুল সুপ্রিয়। ২০২১ সালের বিধানসভা ভোটে বালিগঞ্জে জিতেছিলেন রাজ্যের প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। মন্ত্রী প্রয়াত হওয়ায় এই ভোট, অন্যদিকে আসানসোলের বাবুল দলত্যাগ করে তৃণমূলে। এই ভোটের ফলাফল আগামী বিধানসভা বা লোকসভা ভোটে কোনও প্রভাব ফেলবে না ঠিকই, কিন্তু বিজেপি এবং তৃণমূলের এটি প্রেস্টিজ ফাইট। জানা গিয়েছে, বালিগঞ্জে ১৯ রাউন্ডে ভোটগণনা হবে। আসানসোলে গণনা হবে ১৪ থেকে ১৫ রাউন্ড। দুই গণনাকেন্দ্র ও স্ট্রংরুমে কড়া নিরাপত্তার ব্যবস্থা যেমন রয়েছে, তেমনই রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা।
ভোটের দিন শাসক শিবিরের বিরুদ্ধে প্রথম থেকেই পরপর অভিযোগ তুলে এসেছে বিজেপি, সিপিএম। ভোট লুট থেকে শুরু করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। আসানসোল তুলনামুলকভাবে সবথেকে বেশি উত্তপ্ত হলেও বালিগঞ্জও কিছু কম যায়নি। তবে নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়ে দেয়, কোথাও কোনও রিগিং হয়নি। বিরোধীরা যে ধরণের অভিযোগ করেছে তা খতিয়ে দেখা হয়েছে।