কলকাতা: চাঁচাছোলা ভাষায় রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়কে আক্রমণ করে বিজেপি সাংসদ অর্জুন সিং দাবি করেছিলেন, তিনি নাকি বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন কিন্তু তাঁকে দলে নেওয়া হবে না। এবার অর্জুনের এই মন্তব্যের প্রেক্ষিতে আইনি পদক্ষেপ নিতে চলেছেন অরূপ রায়। জানা গিয়েছে, তাকে আগামী কয়েকদিনের মধ্যেই আইনি নোটিশ পাঠাচ্ছেন তিনি। এর পাশাপাশি বেলুড় গুলি কাণ্ডেও তৃণমূল কংগ্রেসের এই নেতার প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে বলেও দাবি করেন গেরুয়া সাংসদ।
বিজেপিতে যোগ দিতে চান বলে অরূপ রায়ের প্রসঙ্গে যে দাবি করেছেন বিজেপি সাংসদ অর্জুন সিং তার প্রেক্ষিতে রাজ্যের মন্ত্রী বলেছেন, অর্জুন সিং যা বলেছেন সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিনি এমন সময় থেকে তৃণমূল কংগ্রেসের রয়েছেন যখন বেশিরভাগ কেউ এই দলে ছিল না। তাই তিনি কখনই নিজের আদর্শ বিক্রি করে অন্য দলে যোগ দেবেন না। এই প্রেক্ষিতে অরূপ রায় স্পষ্ট জানিয়ে দেন, খুব শীঘ্রই তিনি আইনি নোটিশ পাঠাবেন বিজেপি সাংসদ অর্জুন সিংকে। এই নিয়ে ইতিমধ্যেই তিনি তাঁর আইনজীবীর সঙ্গে আলোচনা করেছেন বলেও জানা গিয়েছে।
প্রসঙ্গত, এর আগেও তৃণমূল কংগ্রেসের অনেকে বিজেপিতে যোগদান করতে চাইছেন বলে উত্তেজক পূর্ণ মন্তব্য করেন বিজেপি সাংসদ অর্জুন সিং। সেই সময় তিনি সরাসরি সাংসদ সৌগত রায়ের নাম উল্লেখ করেছিলেন। এছাড়াও দাবি করেছিলেন, আরো বেশ কয়েকজন ঘাসফুল সাংসদ বিজেপিতে যোগদান করতে চাইছেন। সেই সময়ও অর্জুন সিংয়ের মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য-রাজনীতিতে। যদিও তখন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়ের সরাসরি এই দাবি নস্যাৎ করে দেন। এখন আবার রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় প্রসঙ্গে এই মন্তব্য করেছেন অর্জুন সিং। তবে তাঁর আইনি নোটিসের পদক্ষেপের প্রসঙ্গে এখনো পর্যন্ত কোনো রকম প্রতিক্রিয়া দেননি গেরুয়া সাংসদ। ইতিমধ্যেই বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে আইনি নোটিসের ছড়াছড়ি। দুর্নীতির অভিযোগ তুলে গতকাল শুভেন্দু অধিকারী আইনি নোটিস পাঠিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তার আগে দিলীপ ঘোষ আইনি নোটিশ পাঠিয়ে ছিলেন তাঁকে, পরবর্তী ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনি নোটিস পাঠিয়েছিলেন বাবুল সুপ্রিয় এবং শুভেন্দু অধিকারীকে।