পরিবর্তন যাত্রার পাল্টা দিদির দূত! ‘ উশৃঙ্খল পার্টিকে নকল করি না’, দাবি অরূপের

পরিবর্তন যাত্রার পাল্টা দিদির দূত! ‘ উশৃঙ্খল পার্টিকে নকল করি না’, দাবি অরূপের

নিজস্ব সংবাদদাতা, বালি: বিজেপির পরিবর্তন যাত্রার পাল্টা এবার দিদির দূত৷ একদিকে গেরুয়া শিবিরের রথ অন্যদিকে ঘাসফুল বাহিনীর ট্যাবলো৷ নীল সবুজে মোড়া সেই ট্যাবলো নিয়ে চলছে দেদার প্রচার৷ কিন্তু নিন্দুকেরা বলছেন এ তো বিজেপিকে নকল করছে তৃণমূল৷ আজ সেই অভিযোগেরই জবাব দিলেন তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়৷ বললেন, ‘আমরা নয় বিজেপি আমাদের নকল করছে৷ ওটা একটা উশৃঙ্খল পার্টি ওদের আবার নকল কী করব৷’

তিনি আরও বলেন, অরূপ রায় বলেন, আমাদের একটাই বার্তা তা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার বিগত ১০ বছরে বাংলার যে উন্নয়ন করেছে তা তুলে ধরা। বাংলায় ২০১১ সালের প্রথম দিন থেকে উন্নয়ন শুরু হয়েছে। সেই উন্নয়নের বার্তা দিদির দূত হিসেবে পৌছে দেওয়া আমাদের লক্ষ্য। আমাদের যে উন্নয়ন বাংলায় হয়েছে তা ভারতবর্ষ দেখেনি কখনও।  জন্ম থেকে মৃত্যু এর মধ্যে উন্নয়নের একাধিক উন্নয়নের প্রকল্প। বিনা পয়সায় চিকিৎসার জন্য স্বাস্থ্যসাথীর মতো এমন প্রকল্প শুধুমাত্র ভারতবর্ষ কেন সারা বিশ্বের কোনও প্রশাসক করেছেন কিনা জানি না।

মঙ্গলবার হাওড়ার বালি থেকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত “দিদির দূত” প্রচার পদযাত্রার সূচনা করলেন রাজ্যের সমবায় মন্ত্রী তথা হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়। মঙ্গলবার সকালে ওই পদযাত্রাটি সূর্যনগর থেকে শুরু হয়ে বালি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পথ পরিক্রমা করে। বাংলায় বিজেপির রথযাত্রা ওরফে পরিবর্তন যাত্রার অনুমতি নিয়ে যখন টানাপোড়েন চলছিল তখন তৃণমূল সুপ্রিমোর প্রশ্ন করেছিলেন, ‘‌বিজেপি–র নেতারা কেন রথে থাকবে? তারা কি জগন্নাথ–বলরাম–সুভদ্রার থেকেও বড়?

এবার বিজেপির পাল্টা অভিযোগ, তাদের প্রায় প্রতিটি প্রচার কর্মসূচিকে অনুসরণ করছে তৃণমূল। কিন্তু বিজেপি–র ‘‌রথযাত্রা’‌কে নকল করে তৃণমূলের কোনও লাভ হবে না। একদিকে গেরুয়া শিবিরকে নকল করার অভিযোগ নস্যাত করে অরূপ রায়ের দাবি, ওরা উশৃঙ্খলা পার্টি ওদের কী নকল করব? 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *