লোক হয় না, মিছিল ‘হাইলাইট’ করতে বিজেপি এটা করেছে! হামলা প্রসঙ্গে অরূপ

লোক হয় না, মিছিল ‘হাইলাইট’ করতে বিজেপি এটা করেছে! হামলা প্রসঙ্গে অরূপ

 

কলকাতা: দক্ষিণ কলকাতায় আজ বিজেপির শোভাযাত্রা ছিল শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের উপস্থিতিতে। সেই মিছিলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, বাংলায় জঙ্গল রাজ চলছে, তৃণমূল কোণঠাসা হয়ে গেছে তাই হামলা চালাচ্ছে। তবে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস সরাসরি আক্রমণ করেছেন বিজেপিকেই। তিনি বলেছেন, মিছিলে লোক হয় না, তাই নিজেদের হাইলাইট করতেই এই ঘটনা ঘটিয়েছে বিজেপি।

এদিন অরূপ বিশ্বাস বলেন, বিজেপির লোক এসে এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার ছিঁড়েছে, মসজিদ ভেঙেছে, মসজিদের এসি পর্যন্ত ভেঙে দিয়েছে। সেই কারণে আজ এলাকার মহিলারাও রাস্তায় নেমেছে তাদের বিরুদ্ধে। অরূপের কথায়, দলের কিছু করবি সেখানে পতাকা লাগাচ্ছিল তারপর তাদের ওপর ঢিল ছুঁড়ে হামলা করা হয়। সেই প্রেক্ষিতেই তারা সেখানে জড়ো হন, মাত্র কয়েক জন তৃণমূল কর্মী সেখানে ছিল বাকি সবাই ছিল আমজনতা। যারা হামলা করেছে তাদের হাতে তৃণমূলের পতাকা দেখা গেছে এই প্রসঙ্গে বলতে গিয়ে অরূপ দাবি করেন, এটা একেবারেই মিথ্যে কথা। তৃণমূল কখনোই তাণ্ডবের রাজনীতি করে না, ধ্বংসের রাজনীতি করে না। এটা বিজেপি করেছে। তাদের মিছিলে লোক হয় না, কখন মিছিল হচ্ছে কেউ জানে না। তাই নিজেদের মিছিলকে হাইলাইট করতে এই ঘটনা ঘটিয়েছে বিজেপি। এই হামলার ঘটনা পুরোটাই পূর্বপরিকল্পিত বলে দাবি করেছেন অরূপ বিশ্বাস।

এদিন, টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে শুরু করে রাসবিহারী এভিনিউ পর্যন্ত হয়েছে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপির মিছিল। পিএসসি ভবনের কাছে পৌঁছতেই রাস্তার এক প্রান্ত থেকে পরপর ঢিল ছোড়া হয় মিছিল উদ্দেশ্য করে। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের দিকে। হামলার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সেখানে দেখা যাচ্ছে কয়েকজন নির্দিষ্ট দলের দলীয় পতাকা নিয়ে মিছিলের দিকে ইট ছুড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *