চন্দ্রযানে যুক্ত বিজ্ঞানীদের বেতন ইস্যুতে সরব অরূপ, বিধানসভায় হইচই

চন্দ্রযানে যুক্ত বিজ্ঞানীদের বেতন ইস্যুতে সরব অরূপ, বিধানসভায় হইচই

arup biswas

কলকাতা: চন্দ্রযান ৩-এর সাফল্য নিয়ে এখন গোটা দেশ উচ্ছ্বসিত। বিশ্ব মঞ্চেও ভারতকে নিয়ে আলোচনা চলছে। কিন্তু সম্প্রতি এক খবর বেরিয়ে আসে যে, ইসরোর বিজ্ঞানীরা যারা চন্দ্রযানের সঙ্গে যুক্ত তারা ১৭ মাস বেতন পাননি। এই ইস্যুতে আজ বিধানসভায় সরব হন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। রাজ্যের বিদ্যুৎমন্ত্রী এই একই দাবি করে আলোচনা চান। কিন্তু স্পিকার সেই অনুমতি দেননি। 

এদিন বিধানসভার একেবারে শেষ লগ্নে বক্তব্য রাখতে উঠে অরূপ বিশ্বাস বলেন, চন্দ্রযান ৩-এর সাফল্য সারা বিশ্বে ভারতের নাম উজ্জ্বল করেছে। এই সফলতা নিয়ে তারা গর্বিত। কিন্তু যারা দিনরাত পরিশ্রম করে চন্দ্রযান ৩-এর অভিযানকে সফল করছেন তারাই ১৭ মাস ধরে বেতন পাচ্ছেন না। এই মন্তব্যের পরই বিধানসভায় বিজেপি বিধায়করা হইচই করে ওঠেন। মন্ত্রী নিজের যুক্তির সপক্ষে বলেন, কয়েকটি সাংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে এই খবর।

বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা দাবি করেন, এই বিষয়টি শুধু সংবাদমাধ্যমে প্রচারিত। এটা কোনও প্রমাণ হতে পারে না কোনও কিছুর। তাই আলোচনা উচিত নয়। বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও বলেন, কেন্দ্রীয় সরকারের বিষয় নিয়ে এখানে আলোচনা করা যাবে না। যদিও অরূপ বিশ্বাস থামতে চাননি। তিনি কিছুক্ষণ তাঁর বক্তব্য বলেন। শেষে তাঁর বক্তব্যের মাঝেই অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন স্পিকার।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =