কলকাতা: পুরী-কলকাতা শতাব্দী এক্সপ্রেসের খাবারে আরশোলা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হল শুক্রবার দুপুরে। আরশোলা পাওয়া গেছে তাপস সেনগুপ্ত নামে এক ব্যক্তির দুপুরের খাবারে। তাপস সেনগুপ্ত জানান, শুক্রবার তিনি ও তাঁর কয়েকজন বন্ধু পুরি থেকে কলকাতা ফিরছিলেন পুরি-কলকাতা শতাব্দী এক্সপ্রেস ট্রেনে। নিয়ম মাফিকই তাঁদের দুপুরবেলার খাবার দেওয়া হয় রেলের তরফে।
অভিযোগ, খাবারের প্যাকেট খুলতেই দেখা মেলে একটি মরা আরশোলার। ভাতের মধ্যে থাকা আরশোলাটি দেখা মাত্রই ততক্ষণে অনেকেই বমি করা শুরু করে দেন। এই বিষয়ে তাপস সেনগুপ্তর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটির কথা উল্লেখ করে ইতিমধ্যেই তাঁরা অভিযোগ জানিয়েছেন রেল কর্তৃপক্ষের কাছে। রেল কর্তৃপক্ষ ঘটনাটি খতিয়ে দেখার আস্বাস দিয়েছে বলে জানিয়েছেন তিনি।