আসছে ফনি, বিপর্যস্ত শিয়ালদহ শাখার ট্রেন চলাচল

কলকাতা: এখনও বাংলায় পা রাখেনি ঘূর্ণিঝড় ফনি৷ প্রচার খানিকটা এসেছে৷ কিন্তু, পাকাপাকি ভাবে পনি তার দাপট শুরু করার আগেই একল্পে শিয়ালদহ দক্ষিণ শাখায় ২৫টি লোকাল ট্রেন বাতিলের ঘোষণা পূর্ব রেলের৷ দক্ষিণ শাখায় ট্রেন চলাচলে সমস্যা হলেও বনগাঁ ও মেন শাখায় তার কোনও প্রভাব পড়েনি৷ তবে, দেরিতে চলছে ট্রেন৷ ঝড়ের জেরে বাতিল হয়েছে, ডায়মন্ড হারবার, নামখানা,

আসছে ফনি, বিপর্যস্ত শিয়ালদহ শাখার ট্রেন চলাচল

কলকাতা: এখনও বাংলায় পা রাখেনি ঘূর্ণিঝড় ফনি৷ প্রচার খানিকটা এসেছে৷ কিন্তু, পাকাপাকি ভাবে পনি তার দাপট শুরু করার আগেই একল্পে শিয়ালদহ দক্ষিণ শাখায় ২৫টি লোকাল ট্রেন বাতিলের ঘোষণা পূর্ব রেলের৷ দক্ষিণ শাখায় ট্রেন চলাচলে সমস্যা হলেও বনগাঁ ও মেন শাখায় তার কোনও প্রভাব পড়েনি৷ তবে, দেরিতে চলছে ট্রেন৷

ঝড়ের জেরে বাতিল হয়েছে, ডায়মন্ড হারবার, নামখানা, ক্যানিং, বারুইপুর সহ একাধিক লোকাল ট্রেন৷ অফিস ফেরত যাত্রীরা পড়েছেন চূড়ান্ত বিপাকে৷ দুর্যোগের কথা মাথায় রেখে তাড়াতাড়ি ছুটি নিয়ে বেরিয়েও শিয়ালদহে আটকে কয়েক হাজার যাত্রী৷ ট্রেন না পেয়ে চূড়ান্ত সমস্যায় কয়েক হাজার রেল যাত্রী৷ যাঁরা তাড়াতাড়ি বাড়ি যাবেন ভাবছিলেন, তাঁরা এই মুহূর্তে প্ল্যাটফর্মেই অপেক্ষা করছেন৷

অন্যদিকে, হাসনাবাদ লোকাল বাতিল হওয়ায় জেরে বারাসত স্টেশনে বিক্ষোভ যাত্রীদের৷ ট্রেন বাতিলের খবর পেতেই বিক্ষোভে ফেটে পড়েন নিত্যযাত্রীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 4 =