নলহাটি: বীরভূমের নলহাটি বিধানসভা এলাকায় পঞ্চায়েতের এক তৃণমূল প্রার্থীকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। শাসক দল এই ঘটনায় যথেষ্ট অস্বস্তিতে ছিল। কিন্তু আজ ভোটের ফলাফলে জানা গিয়েছে, ওই প্রার্থী জিতেছেন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ৩০৯টি ভোটে জয়লাভ করেছেন তৃণমূলের প্রার্থী মনোজ ঘোষ। তবে এতে এনআইএ-এর তদন্তে কোনও রকম প্রভাব পড়ছে না। বরং আজই তাঁকে কলকাতায় নিয়ে আসা হতে পারে বলে খবর মিলেছে।
বিপুল বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় তৃণমূলের এই নেতা গ্রেফতার হন। সোমবার সকালেই ওই প্রার্থীকে নলহাটি থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার পর তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে গ্রেফতার করার কারণ হিসেবে বলা হয়েছে, বয়ানে অসঙ্গতি। এর আগে গত ২৮ জুন ওই প্রার্থীর ক্রাশারের দফতরে হানা দিয়েছিল এনআইএ। সেখান থেকে ব্যাগবোঝাই বিস্ফোরক এবং একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। তারপরই তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছিল তদন্তকারীরা।
এনআইএ-এর তরফ থেকে জানান হয়েছে, ধৃত ওই তৃণমূল নেতার দফতর থেকে প্রচুর জিলেটিন স্টিক, ৮৫ হাজার ইলেকট্রিক ডিটোনেটর এবং ২ হাজার কিলোগ্রামের বেশি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়েছে। অনুমান, জেলায় বা অন্য জায়গায় যে হিংসার ঘটনা ঘটেছে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে তার সঙ্গে এই প্রার্থীর কোনও যোগ ছিল।