কাঁথি: মধ্যযুগীয় বর্বরতার শিকার সদ্য বিবাহিত গৃহবধূ। গ্রেফতার শাশুড়ি ও দেওর। পলাতক রয়েছে স্বামী সহ শ্বশুরবাড়ির বাকি সদস্যরা। স্ত্রী’র বাপের বাড়ির কাছ থেকে মোটা অঙ্কের টাকা না পেয়ে নৃশংস ভাবে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। নির্যাতিতা গৃহবধূর অভিযোগের ভিত্তিতে শাশুড়ি ও দেওরকে গ্রেফতার করেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কাঁথি দেশপ্রাণ ব্লকের বসন্তিয়া এলাকায়। রবিবার রাতে কাঁথি মহিলা থানার পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শাশুড়ি দীপালি দেবনাথ ও দেওর বুদ্ধদেব দেবনাথকে গ্রেফতার করে। সোমবার অভিযুক্তদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাদের জামিন নাকচ করে দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত চার মাস আগে খেজুরি বিধানসভার শিলাবেড়িয়া গ্রামের রঞ্জনা দাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বসন্তিয়া গ্রামের তন্ময় দেবনাথ। বিয়ের পর থেকে অতিরিক্ত পণের দাবিতে গৃহবধূকে মারধর করতো স্বামী ও শ্বশুরবাড়ি সদস্যরা। তন্ময় বাড়িতে নার্সারি ব্যাবসা রয়েছে। গত সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে গৃহবধূর বাপের বাড়ির কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে তন্ময় সহ পরিবারের বাকি সদস্যরা বলে অভিযোগ। ৫০ হাজার টাকা আনতে রাজি হয়নি গৃহবধূ।
অভিযোগ, এরপর খুনের পরিকল্পনা করে স্বামী সহ শ্বশুরবাড়ি সদস্যরা। এমনকি বাড়িতে চলে আসেন ননদ ও ননদাই। কাঠের বাটাম ও লোহার রড দিয়ে গৃহবধূকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি স্বামীর গায়ে কেরোসিন তেল ছিটিয়ে আগুন লাগিয়ে খুনের চেষ্টা করে বলে অভিযোগ। কোনবরকমে প্রাণে বেঁচে বাপের বাড়ি পাড়ি দেয় গৃহবধূ। মারধরের জেরে সেখানে অসুস্থ হয়ে পড়লে ৮ সেপ্টেম্বর গৃহবধূকে খেজুরি শিলাবেড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। গাসপাতাল থেকে ফিরে ১৩ সেপ্টেম্বর কাঁথি মহিলা থানার পুলিশের দ্বারস্থ হয় নির্যাতিতা বধু।
গুরুতর অভিযোগ পেয়ে তদন্তে নামে কাঁথি মহিলা থানার পুলিশ। ঘটনার পর স্বামী সহ পরিবারের বাকি সদস্যরা এলাকা ছেড়ে আত্মগোপন করে। রবিবার গোপন সূত্রে খবর পেয়ে কাঁথি থানার ওসি অষ্টমী সাহুর নেতৃত্বের বিশাল পুলিশ বাহিনী ঘটনায় অভিযুক্ত শাশুড়ি ও দেওরকে গ্রেফতার করে। কাঁথি মহিলা থানার ওসি অষ্টমী সাহু বলেন, “অভিযোগে ভিত্তিতে তদন্তে নেমে শাশুড়ি ও দেওরকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তরা এলাকাছাড়া।’’ অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৪৯৮(এ), ৩০৭, ৩২৩, ৩/৪ ডি.পি সহ ধারায় মামলার রুজু করেছে পুলিশ।