নিশীথের পর আরও এক কেন্দ্রীয় মন্ত্রী, জারি হল গ্রেফতারি পরোয়ানা

নিশীথের পর আরও এক কেন্দ্রীয় মন্ত্রী, জারি হল গ্রেফতারি পরোয়ানা

2b2ff4ed0ae7d9b99e5a2db8cefd14d8

কলকাতা: অস্বস্তি বাড়ছে বিজেপির। কেন? কিছুদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। এবার আর এক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলার বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা। আর কয়েক মাস পরেই পঞ্চায়েত নির্বাচন রাজ্যে। তার আগে এই ঘটনাগুলি যে গেরুয়া শিবিরকে খুব একটা স্বস্তির নিঃশ্বাস দেবে না, তা বলাই বাহুল্য।

আরও পড়ুন- রাজভবনে নমোর ‘ম্যান অফ আইডিয়াজ’, চিনে নিন বাংলার নয়া রাজ্যপাল সিভি আনন্দ বোসকে

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলার বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। সূত্রের খবর, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের সময় কোনও এক দিন নির্বাচনী বিধি ভাঙার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। নিয়ম ভেঙে মোটরবাইক ও গাড়ি নিয়ে র‍্যালি করেছিলেন তিনি বলেই দাবি। সেই প্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিল নির্বাচন কমিশন। এখন আদালত সেই মামলার ভিত্তিতেই এই রায় দিয়েছে। উল্লেখ্য, এই নির্বাচনী বিধিভঙ্গের মামলায় জন বারলা সহ মোট চারজনের নাম ছিল তবে বাকি তিনজন আগেই মুক্তি পেয়েছেন। এদিকে চলতি মাসেই জন বারলাকে আদালতে হাজির হওয়ার সমন পাঠানো হয়েছিল। কিন্তু তিনি যাননি। তাই এই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালত।  

অন্যদিকে, ২০০৯ সালে আলিপুরদুয়ার এলাকায় দুজন স্বর্ণ ব্যবসায়ীর দোকান ভাঙচুর ও লুঠপাটের ঘটনা ঘটে। সেই ঘটনাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নাম জড়ায়। আদালতে হাজিরা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় সেই সময়ে। তিনি পরে আদালতে হাজিরা দেন। এখন ফের ওই একই মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আলিপুরদুয়ার আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *