লালার বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা, বাড়ল এনামুলের সিবিআই হেফাজতের মেয়াদ

লালার বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা, বাড়ল এনামুলের সিবিআই হেফাজতের মেয়াদ

কলকাতা: গত ১৮ ডিসেম্বর কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার বাড়িতে হানা দিয়েছিল সিবিআই৷ তাঁর দেখা না পেয়ে দরজায় ঝোলানো হয়েছিল নোটিশ৷ এবার লালা ও তাঁর এক সঙ্গীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করল সিবিআই৷ অন্যদিকে, গরু পাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত এনামুল হককে ৩০ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল সিবিআই আদালত৷ 

আরও পড়ুন- ‘ক্ষমতা দিয়ে লোক আনবেন উনি’! নন্দীগ্রামে মমতার সভার পাল্টা সভা করার বার্তা শুভেন্দুর

লালা ও তাঁর সঙ্গী রত্নেশ বর্মার নামে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত৷ এর আগে সিবিআই দফতরে হাজিরার জন্য একাধিকবার নোটিশ পাঠানো হয়েছিল লালাকে৷ এমনকী তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশও জারি হয়েছিল৷ কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত লালালে দীর্ঘ দিন ধরেই খুঁজে পাওয়া যাচ্ছে না৷ তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযানও চালানো হচ্ছে৷ এই অবস্থায় বৃহস্পতিবার সিবিআই-এর আবেদনকে মান্যতা দেয় আদালত৷ লালার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আদালতের দ্বারস্থ হয়েছিল সিবিআই। জানা গিয়েছে, সিবিআই তলব করলেও বৃহস্পতিবার হাজিরা দেননি লালা ঘনিষ্ঠ সহযোগী গণেশ বাগাড়িয়া৷ এরই মধ্যে আসানসোল ও রানিগঞ্জের আরও দুই লালা ঘনিষ্ঠ কয়লা ব্যবসায়ীকে নোটিশ পাঠিয়েছে সিবিআই৷ কয়লা পাচার সিন্ডিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তাঁরা৷ 

আরও পড়ুন- বিশ্বভারতীর শতবর্ষে আমন্ত্রণ নিয়ে চরমে তরজা,  রবীন্দ্রনাথকে নিয়ে ভুল তথ্য মোদীর, তোপ ব্রাত্যর

অন্যদিকে, গরু পাচার কাণ্ডের মূল হোতা এনামূল হককে ৩০ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷ এনামুল হককে হেফাজতে না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সিবিআই৷ গত ১১ ডিসেম্বর আসানসোলের বিশেষ সিবিআই আদালত এনামুলকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়৷ শুক্রবারই তাঁর সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হওয়ার কথা৷ কিন্তু আজ বড়দিন উপলক্ষে আদালত বন্ধ রয়েছে৷ ফলে ফের এনমুলকে হেফাজতে রাখতে চাইছে সিবিআই৷ গরু পাচার কাণ্ডে শুধু বিএসএফ বা কাস্টমসের অফিসাররাই নন, অনেক প্রভাবশালী ব্যক্তির যোগ রয়েছে বলেও আদালতকে জানিয়েছে সিবিআই৷ তাই আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলেই জানিয়েছে সিবিআই৷ প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই আত্মমর্পণ করেন এনামুল হক৷    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − three =