দালাল খপ্পরে করোনা রোগী, বেড থেকে সাক্ষাৎকার, মেডিক্যালে সক্রিয় দালালচক্র

দালাল খপ্পরে করোনা রোগী, বেড থেকে সাক্ষাৎকার, মেডিক্যালে সক্রিয় দালালচক্র

কলকাতা:  বিভিন্ন সরকারি হাসপাতালে রোগী ভর্তির ক্ষেত্রে এর আগেও সক্রিয় দালালচক্রের কথা প্রকাশ্যে এসেছে৷ এবার খাস কলকাতার বুকে করোনা চিকিৎসাকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠল অসাধু দালালচক্র৷ সিসিইউ বা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে বেড পেতে রোগীর পরিবারের সদস্যদের কাছ থেকে চড় দর হাঁকছে এই দালালরা৷ এমনকী বাড়ির লোক করোনা আক্রান্ত কিংবা সন্দেহভাজন রোগীর সঙ্গে দেখা করতে চাইলেও, সেই বন্দোবস্ত করা হচ্ছে বলেও খবর৷ শুধু এর জন্য খসাতে হবে গ্যাঁটের কড়ি৷ তবে এখানেই শেষ নয়, সংবাদমাধ্যমের কানে এই খবর গেলে রোগীর চিকিৎসা হবে না বলেও হুমকি দেওয়া হচ্ছে৷ রমরমিয়ে এই দালাল চক্রের কারবার চলছে কলকাতা মেডিক্যাল কলেজে৷ 

সম্প্রতি এই বিষেয় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রোগীর পরিজনেরা৷ তাঁদের অভিযোগ, মেডিক্যাল কলেজে চিকিৎসারত রোগীর সিসিইউ বেড দরকার হলে, পরিবারের কাছ থেকে ১২ হাজার টাকা দাবি করছে চতুর্থ শ্রেণির কিছু চুক্তিভিত্তিক কর্মী৷ তবে দর কষাকষি করলে দর কিছুটা পরছে৷ পাঁচ হাজারেও রফা হচ্ছে অনেক ‘মামালা’৷  অভিযোগ, কোভিড আক্রান্ত রোগীদের জন্য ভিজিটিং আওয়ারের ব্যবস্থা না থাকলেও, চোরা পথে গ্রিন বিল্ডিংয়ের সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস (সারি) ওয়ার্ডে ঢোকার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে৷ এর জন্য দিতে হচ্ছে ১০০ টাকা৷ 

এই ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে মেডিক্যালের সুপার তথা অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস বলেন, ‘‘এই ঘটনা সত্যি হলে, তা ভীষণভাবেই অনৈতিক৷ আমার কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে৷ ঘটনার সত্যতা প্রমাণ হলে, দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে৷’’ সুপার আরও জানান, বেশ কিছুদিন আগেই হাসপাতালে কিছু চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হয়েছে৷ তাঁরাই এই ধরনের অনৈতিক কাজ করছে কিনা, তার উপর নজর রাখা হচ্ছে৷ অন্যদিকে, হাসপাতালকর্মীদের একাংশের মতে, এর পিছনে চতুর্থ শ্রেণির কিছু স্থায়ী কর্মীর হাত থাকলেও থাকতে পারে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 20 =