‘স্যর কিছু খাননি?’ পার্থকে নিয়ে উদ্বেগে অর্পিতা, হেফাজতেও নিয়মিত খোঁজ রাখছেন পার্থর

‘স্যর কিছু খাননি?’ পার্থকে নিয়ে উদ্বেগে অর্পিতা, হেফাজতেও নিয়মিত খোঁজ রাখছেন পার্থর

কলকাতা: শিক্ষক দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর থেকেই চর্চায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ‘ঘনিষ্ঠ’ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়৷ তাঁদের সম্পত্তির পাশাপাশি দু’জনের ঘনিষ্ঠতা নিয়েও আগ্রহের অন্ত নেই৷ ইতিমধ্যেই পার্থ-অর্পিতার একাধিক যৌথ সম্পত্তির হদিস পেয়েছে ইডি৷ এমনকী অর্পিতার ৩১টি জীবন বিমার নমিনি পার্থ৷ ফলে তাঁদের সম্পর্কটা যে শুধু টাকাকড়ির নয়, হৃদয়েরও তা বেশ স্পষ্ট। সেই কারণেই আদালতে ঢোকার আগের মুহূর্তেও ‘স্যর’ (পার্থ চট্টোপাধ্যায়)-এর জন্য চোখেমুখে ফুটে উঠল উদ্বেগ৷ আদালতের লকআপে ঢোকার আগে ছলছল চোখে অর্পিতা জানতে চাইলেন, ‘স্যর কিছু খাননি?’

ব্যাঙ্কশাল কোর্টে ইডির আইনজীবীদের দাবি, পার্থ-অর্পিতার যৌথ মালিকানায় একাধিক সম্পত্তি রয়েছে। ‘অপা ইউটিলিটি সার্ভিসেস’ নামে একটি সংস্থায় ৫০ শতাংশ করে মালিকানা রয়েছে তাঁদের। ২০১২ সালের নভেম্বর মাসে যৌথ অংশিদারিত্বে এই সংস্থাটি চালু হয়৷ এই সংস্থার নামে রয়েছে চারটি ফ্ল্যাট৷ এই সংস্থার নামে কী ভাবে সম্পত্তি কেনা হয়েছিল,  নগদে কেনা হয়েছিল কিনা, নগদে কেনা হলে সেই টাকার উৎস কী, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। তথ্য তলাশে বৃহস্পতিবার ফের দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা শুরু করেছে ইডি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − four =