কলকাতা: আদালতের নির্দেশ মাফিক স্বাস্থ্য পরীক্ষার জন্য শুক্রবার জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে৷ আর সেখানেই তৈরি হল নাটকীয় মুহূর্ত। গাড়ি থেকে নামার সময় হাউহাউ করে কেঁদে ফেললেন অর্পিতা৷ প্রথমে গাড়ি থেকে নামতেই চাইছিলেন না তিনি। শেষমেশ তাঁকে জোর করে টেনে নামানো হয়৷ তার পর নিয়ে যাওয়া হয় হাসপাতালের ভিতরে৷
আরও পড়ুন- রহস্যজনক ভাবে অর্পিতার ফ্ল্যাট থেকে উধাও চারটি গাড়ি! খোঁজ শুরু করল ED
গাড়ি থেকে নামানোর পরেই হাসপাতালের আপৎকালীন বিভাগের সামনের রাস্তায় বসে পড়েন অর্পিতা। তাঁকে সেখান থেকে টেনে তুলে হুইলচেয়ারে বসানো হয়৷ তার পর হাসপাতালে ঢোকানো হয়। কলকাতা হাই কোর্ট নির্দেশ, ইডি হেফাজতে ৪৮ ঘণ্টা অন্তর পার্থ এবং অর্পিতার স্বাস্থ্যপরীক্ষা করতে হবে। সেই নির্দেশ মাফিক আজ দু’জনকে নিয়ে আসা হয়েছিল জোকা ইএসআই হাসপাতালে।
এসএসএসি নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে ২১ জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়ি-সহ ১৫টি জয়গায় হানা দেন ইডির আধিকারিকেরা। ২২ জুলাই অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাটে হানা দিয়ে ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার করে ইডি৷ ২৭ জুলাই বেলঘরিয়ার রথতলার আবাসনে অর্পিতার নামে থাকা দু’টি ফ্ল্যাটে অভিযান চালায় ইডির দল। সেখানেও উদ্ধার হয় টাকার পাহাড়৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>