Aajbikel

হঠাৎ জামিনের আবেদন করে বসলেন পার্থের বান্ধবী, এতদিন পর কেন জামিন চাইলেন অর্পিতা?

 | 
অর্পিতা

 কলকাতা: নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে টাকার পাহাড় উদ্ধার করেছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আধিকারিকরা৷ উদ্ধার হয়েছিল বিপুল সোনার গয়না ও মোবাইল ফোন৷ যদিও অর্পিতা বারবার দাবি করেছেন যে, ওই টাকা তাঁর নয়। কেউ বা কারা তাঁর ফ্ল্যাটে টাকা রেখে গিয়েছেন৷ তিনি এই টাকার প্রসঙ্গে বিন্দুবিসর্গ জানেন না৷ তবে সেই যুক্তি ধোপে টেকেনি৷ ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের পর আপাতত তাঁর ঠিকানা আলিপুর সংশোধনাগার৷ সেই অর্পিতাই এতদিন বাদে হঠাৎ করে জামিনের আবেদন করে বসলেন। এর আগে পার্থ চট্টোপাধ্যায় একাধিকবার জামিনের আবেদন করেছিলেন৷ কিন্তু, পাননি৷ এই প্রথম জামিনের আবেদন জানালেন তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়।

গ্রেফতার হওয়ার পরেই আদালতে জামিনের আবেদন চেয়েছিলেন অর্পিতা৷ তার পর থেকে আর একবারও তাঁকে জামিন চাইতে দেখা যায়নি৷ ইতিমধ্যে কেটে গিয়েছে ৩২২ দিন। বুধবার বিশেষ ইডি-র বিশেষ আদালতে জামিনের আবেদন জানান তিনি৷ এতদিন পর কেন হঠাৎ জামিন চাইলেন অর্পিতা মুখোপাধ্যায়? তা নিয়ে উঠেছে প্রশ্ন। 

আদালত সূত্রে খবর, আগামী ২৯ মে অর্পিতার জামিনের আবেদনের শুনানির হওয়ার কথা। ওইদিন সশরীরে আদালতে হাজির থাকবেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ বান্ধবী। অনেকের অনুমান, এতদিন  হয়তো সেভাবে আইনি সাহায্য পাননি অর্পিতা। এবার তা পেয়েছেন বলেই জামিনের আবেদন করেছেন৷ এতদিন পর  জামিনের আবেদন করায় এই নিয়ে চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

অর্পিতার ফ্ল্যাট থেকে তাড়া তাড়া নোটের বান্ডিল উদ্ধার য়েছিল। তবে আজও জানা যায়নি সেই টাকা কার? তদন্ত চালাচ্ছে ইডি। আর তদন্তকারীদের ধারণা, এই টাকা নিয়োগ দুর্নীতির৷ পার্থই এখানে টাকা রেখে যেতেন। এই টাকা পার্থের। আবার এই টাকা অর্পিতার হতে পারে বলেও সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তাঁরা৷ যদিও অর্পিতা কখনই কবুল করেননি যে এই টাকা তাঁর৷ 

Around The Web

Trending News

You May like