করোনা আক্রান্ত অরূপ বিশ্বাস, ভর্তি হতে হল হাসপাতালে

করোনা আক্রান্ত অরূপ বিশ্বাস, ভর্তি হতে হল হাসপাতালে

কলকাতা: কোভিড পজিটিভ রাজ্যের বিদ্যুৎ, ক্রীড়া ও যুবমন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর মৃদু উপসর্গ রয়েছে বলে জানা গিয়েছে। তিনি আপাতত শহরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর। মন্ত্রীর শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল বলে জানা গিয়েছে। কিছুদিন আগে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি যে কেবিনে ছিলেন সেই কেবিনেই রয়েছে রাজ্যের মন্ত্রী। তবে এখনও পর্যন্ত জানা যায়নি যে অরূপ বিশ্বাস ওমিক্রনে আক্রান্ত কিনা। কারণ সেই পরীক্ষা এখনও বাকি রয়েছে।

কিছুদিন আগেই ফিরহাদ হাকিমের মেয়র হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে ফিরে কলকাতা পুরনিগমের ৪ নম্বর বরোর চেয়ারম্যান সাধনা বসু ভাইরাস আক্রান্ত হয়েছিলেন। বাকি অনেকের জ্বর এসেছে বলে জানা গিয়েছিল। সূত্র মারফত খবর ছিল, ওই অনুষ্ঠানে উপস্থিত ৪০ শতাংশ মানুষের করোনা হয়েছে। আক্রান্তের তালিকায় রয়েছেন খোদ মেয়র ফিরহাদ হাকিমের ঘরে কর্মরত ডাটা এন্ট্রি অপারেটরও। এছাড়াও বেশ কয়েকজনের করোনা পজিটিভি ধরা পড়েছে বলে খবর। যাদের যাদের শরীরে উপসর্গ দেখা যাচ্ছে, তাদের প্রত্যেকের করোনা পরীক্ষা করানো হচ্ছে বলে জানান হয়েছে। ওই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন প্রায় ৫০০ জন অতিথি৷ ফিরহাদ হাকিমের পরেই কলকাতা পুরসভার চেয়ারম্যান পদে শপথ গ্রহণ করেন মালা রায়৷ মেয়র ও চেয়ারপার্সনের পর একে একে শপথ নেন ১৩ জন মেয়র পারিষদ সদস্য৷ তাঁরা হলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ, দেবাশিষ কুমার, দেবব্রত মজুমদার, তারক সিং, স্বপন সমাদ্দার, বাবু বক্সি, আমিরুদ্দিন ববি, মিতালি বন্দ্যোপাধ্য়ায়, সন্দীপন সাহা, অভিজিৎ মুখোপাধ্য়ায়, রাম পেয়ারে রাম, জীবন সাহা এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়।

এদিকে, ভাইরাস পরিস্থিতির দিকে নজর দিয়ে রাজ্য সরকার বাতিল করেছে দুয়ারে সরকার শিবির৷ একই সঙ্গে বাতিল করা হয়েছে স্টুডেন্টস উইক’৷ আগামী ৩ তারিখ নেতাজি ইন্ডোরে ছাত্রছাত্রীদের নিয়ে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল৷ আপাতত সেই কর্মসূচি বাতিল করা হচ্ছে৷ মনে করা হচ্ছে, আগামী ৩ জানুয়ারি থেকে রাজ্যে ফের বিধিনিষেধ জারি হতে পারে৷ তারই ইঙ্গিত দিচ্ছে জোড়া সরকারি অনুষ্ঠান বাতিলের ঘোষণা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + seventeen =