সিকিমে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করল সেনা

গ্যাংটক: সিকিমে ফের ত্রাতার ভূমিকায় সেনাবাহিনী। উত্তর ও পূর্ব সিকিমে নতুন করে তুষারপাতের ফলে আটকে পড়েছিলেন ১৫০ জন পর্যটক। জীবন বাজি রেখে তাঁদের উদ্ধার করল সেনা। বুধবার রাত পর্যন্ত ৫০ জনকে ডোগরাতে সেনা ব্যারাকে আশ্রয় দেওয়া হয়েছে। বাকিদের উদ্ধার করে লাচুঙয়ে হোটেলে পাঠানো হয়েছে। গত কয়েক দিন ধরে লাগাতার তুষারপাত হচ্ছে সিকিমে। বুধবার টানা দু’ঘন্টা

সিকিমে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করল সেনা

গ্যাংটক: সিকিমে ফের ত্রাতার ভূমিকায় সেনাবাহিনী। উত্তর ও পূর্ব সিকিমে নতুন করে তুষারপাতের ফলে আটকে পড়েছিলেন ১৫০ জন পর্যটক। জীবন বাজি রেখে তাঁদের উদ্ধার করল সেনা। বুধবার রাত পর্যন্ত ৫০ জনকে ডোগরাতে সেনা ব্যারাকে আশ্রয় দেওয়া হয়েছে। বাকিদের উদ্ধার করে লাচুঙয়ে হোটেলে পাঠানো হয়েছে।

গত কয়েক দিন ধরে লাগাতার তুষারপাত হচ্ছে সিকিমে। বুধবার টানা দু’ঘন্টা ধরে তুষারপাতে জনপ্রিয় পর্যটনকেন্দ্র লাচুং উপত্যকায় বিপাকে পড়েন পর্যটকরা। সিকিমের বাকি অংশ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে যায় এলাকাটি। বন্ধ হয়ে যায় যান চলাচল। দফায় দফায় বরফ পড়েছে লাচেন, গুরুদোংমার, গোম্পা সহ পূর্ব সিকিমের ছাঙ্গু, বাবামন্দির, নাথুলাসহ বিভিন্ন জায়গায়। তুষারপাতের কারণে লাচুং উপত্যকায় তাপমাত্রা নেমে যায় মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াসে। প্রবল ঠান্ডা ও উচ্চতাজনিত কারণে পর্যটকদের অনেকে অসুস্থও হয়ে পড়েন। খবর পাওয়ামাত্রই উদ্ধার কাজে নামেন সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পসের শিখ রেজিমেন্টের জওয়ানরা। প্রাণের ঝুঁকি নিয়ে রাতভর উদ্ধার কাজ চালান জওয়ানরা। শুধু আশ্রয় বা খাবারই নয়, অসুস্থ পর্যটকদের চিকিৎসারও বন্দোবস্ত করেছে সেনাবাহিনী। ডিসেম্বরের শেষের দিকে নাথুলায় বেড়াতে গিয়ে প্রবল তুষারপাতে আটকে গিয়েছিলেন সেবারও প্রাণের ঝুঁকি নিয়ে পর্যটকদের উদ্ধার করেছিলেন সেনাবাহিনীর জওয়ানরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 5 =