চিনকে শায়েস্তা করতে লাদাখ সীমান্তে ১৫ হাজার দক্ষ সেনা

চিনকে শায়েস্তা করতে লাদাখ সীমান্তে ১৫ হাজার দক্ষ সেনা

নয়াদিল্লি: টিট ফর ট্যাট৷ সীমান্তে চিনা ফৌজের বাড় বাড়ন্ত রুখতে এবার এই পথেই হাঁটতে চলেছে ভারত৷ সংবাদ সংস্থা সূত্রের খবর, লাদাখে ভারত-চিন সীমান্তে শক্তি বৃদ্ধির জন্য সম্প্রতি প্রায় ১৫ হাজার দক্ষ সেনা জওয়ানকে মোতায়েন করেছে ভারত৷ উদ্দেশ্য একটাই, চিন আক্রমণের পথে হাঁটলে পাল্টা প্রতিরোধ গড়ে আক্রমণ রুখে দেওয়া৷

কেন এমন পদক্ষেপ? সেনা সূত্রের দাবি, করোনা আবহের মাঝেও গত বছর থেকেই লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখাকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে একাধিকবার উত্তপ্ত পরিস্থিতি  তৈরি হয়েছে। এমনকি গলওয়ানে সংঘর্ষের মতো ঘটনাও ঘটেছে। সেনা সরানো নিয়ে দফায় দফায় শান্তি বৈঠকে বসেছেন ভারতের শীর্ষ সেনা কর্তারা৷ কিন্তু ভারতের এই ইতিবাচক মনোভাবকে দুর্বলতা হিসেবে দেখেছে চিন৷ যার জেরে ওরা তলে তলে লাদাখ সীমান্তে তলে তলে চিনা ফৌজের সংখ্যাধিক্য ঘটিয়েছে৷ বাধ্য হয়েই আপৎকালীন পরিস্থিতির বিচারে সীমান্তে সেনা জওয়ানদের শক্তি বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

তাই দেশের সবচেয়ে দক্ষ সেনা বাহিনী মাউন্টেন কোরকে মোতায়েন করা হয়েছে সীমান্তে৷ জানা গিয়েছে, ১৫ হাজার দক্ষ সেনার সিংহভাগকেই আনা হয়েছে দেশের জম্মু-কাশ্মীর সীমান্ত থেকে৷ সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এক সেনা অফিসারের কথায়, ‘‘আমরা কোনওরকম ঝুঁকি নিতে চাই না৷ কারণ, সময়ের সঙ্গে সঙ্গে সীমান্ত ক্রমেই তপ্ত হয়ে উঠছে৷ তাই টিট ফর ট্যাটের সিদ্ধান্ত৷’’ ওই অফিসার বলেন অতীতে একাধিক বার আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করেও আমরা ব্যর্থ হয়েছি৷ কারণ, চিন সীমান্ত থেকে সেনা সরাতে চাই না৷ তাই আত্মরক্ষার্থে পাল্টা পদক্ষেপ নেওয়া হল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *